জেবিবিএ’র মেলা ১৭ জুলাই


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 13-07-2022

জেবিবিএ’র মেলা  ১৭ জুলাই

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের পথমেলা আগামী ১৭ জুলাই। জেবিবিএ’র সভাপতি হারুণ ভুইয়া, সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান জানান, প্রতি বছরই জেবিবিএ’র পক্ষ থেকে পথমেলার আয়োজন করা হয়। গত দুই বছর করোনার কারণে পথমেলা করা যায়নি। এবার পরিস্থিতি অনুকূলে থাকায় আমরা আবারো পথমেলার ঘোষণা দিয়েছেন। পথমেলা অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ৩৭ রোডের ৭৭স্ট্রিট ও ৭৫ স্ট্রিটের মাঝে। পথমেলা উদ্বোধন করা হবে দুপুর সাড়ে ১২টায়। কিন্তু মেলা শুরু হবে সকাল ৯টা থেকে। মেলায় চলবে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত। মেলায় অতিথি হিসেবে থাকবেনঅ্যাসেম্বলিওম্যান ক্যাটেলিনা ক্রুজ, কাউন্সিলম্যান শেখ কৃষ্ণনান, অ্যাসেম্বলিওম্যান জেসিকা গঞ্জালেস রোহাসসহ বাংলাদেশিকমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা। মেলায় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী এস আই টুটুল, রিজিয়া পারভীনসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। মেলার মূল আকর্ষণ হচ্ছে র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্রতে ১০টি পুরস্কার দেয়া হবে। যার মধ্যে প্রথম পুরস্কার ৫ হাজার, দ্বিতীয় পুরস্কার ২ হাজার এবং তৃতীয় পুরস্কার ১ হাজার ডলার। এ ছাড়াও থাকবে ২টা টিভি, ৩টি আইফোন এবং ২টি ল্যাপটপ। পুরো মেলার উপস্থাপনায় থাকবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান ও সোনিয়া।

মেলা উপলক্ষে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।আহ্বায়ক মনসুর চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক ইশতিয়াক রুমি, সাখাওয়াত বিশ্বাস, সদস্য সচিব বাবু খান, সহ-সদস্য সচিব মোহাম্মদ আলম নমি, আব্দুল হামিদ, প্রধান সমন্বয়কারী লিটু চৌধুরী, সহ-সমন্বয়কারী মাসুদ রানা তপন, শাহ চিশতি, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ এ আজাদ, অভ্যর্থনা পিয়ার মোহাম্মদ, কাজী মন্টু, সাকিল মিয়া, এম এ আজিজ, মোহাম্মদ কারুজ্জামান, নাজমুন নাহার রহমান, মোশাররফ হোসেন, সাজ্জাদ হোসেন, নিলুফার শিরিন, মাসুদ মুর্শেদ, শ্যামল নাথ, শাহরিয়ার আরিফ, আজিজুল চৌধুরী। মঞ্চ কমিটি মহসীন ননি, রুহুল আমিন সরকার, এম কে রহমান, সারোয়ার চৌধুরী, আফতাব জনি, আমিন ম্যাক। র‌্যাফেল ড্র- সেলিম হারুণ, মীর নিজামুল হক, সনাতন শীল। ম্যানেজমেন্ট আবু নোমান সাকিল, হোসেন রানা, আবুল ফজল দিদারুল ইসলাম, মোহাম্মদ কাশেম, ফয়সাল আজিজ, ফারহানা। স্টল কমিটি মাহমুদ হোসেন বাদশা, আনোয়ার হোসেন। নিরাপত্তা কাজী শামসুদ্দৌহা, আনোয়ার জাহিদ, জোসি চৌধুরী, জাকির এইচ চৌধুরী, ফেমড রকি এবং সাংস্কৃতিক এম আর খন্দকার সেন্টু।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)