মাহমুদুল জয়ের দুর্দান্ত সেঞ্চুরী


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 02-04-2022

মাহমুদুল জয়ের দুর্দান্ত সেঞ্চুরী

ম্যাচে আকর্ষন নিয়ে এলেন মাহামুদুল জয়

তৃতীয় দিন শেষে দ.আফ্রিকার লীড ৭৫ রানের

আজ চতুর্থ দিনে ব্যাটিং করবে প্রোটিয়া 


ডারবানে প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছে মাহমুদুল হাসান জয়। দলের সব ব্যাটসম্যানই যখন ব্যর্থ, তখন হাসান শুরু থেকে শেষ পর্যন্ত নিজে ক্রিজে থেকে দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩৬৭ রান।

 জবাবে খেলতে নেমে বাংলাদেশ সুবিধা করতে পারছিল না ব্যাটিং ব্যার্থতে একসময় মনে হচ্ছিল বাংলাদেশ মনে হয় খুব দ্রুতই শেষ করে ফেলবে ইনিংতাতে। যাতে স্পষ্ট হচ্ছিল এক পরাজয়ের। কিন্তু এ টেস্টে আশা জিইয়ে রাখলেন জয়। প্রথম ইনিংসে ৬৯ রানে পিছিয়ে বাংলাদেশ অর্থাৎ দ্বিতীয় ইনিংসে ভালো একটা ব্যাটিং করতে পারলে আর দক্ষিণ আফ্রিকার সেকেন্ড ইনিংসে হিসেবি বোলিং করলে ম্যাচে সম্ভাবনা থাকবে।

 

সেঞ্চুরীর পর বাতাসে ভাসছেন জয় : ছবি ইন্টারনেট 


প্রথম ইনিংসে পেছনে পড়ার যে একটা সম্ভাবনা ছিল সেটা কাটিয়ে তুলেছেন জয় দৃঢ়তায়। শুরু থেকে ব্যাটিং করে ১৭০ বলে করেছিলেন হাফ সেঞ্চুরি। এরপর সেঞ্চুরি লক্ষ্যে পৌঁছাতে ২৬৯ বলে। যার মধ্যে রয়েছে একটি ছক্কা ও ১০টি চারের মার। মূলত তার করা ওই ইনিংসের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের স্কোর পৌঁছায় ২৯৮তে। ১৩৭ রান সংগ্রহ করেছে জয়।  এটা মাহমুদুল হাসান এর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি যা করল, দক্ষিণ আফ্রিকার মত এক কন্ডিশনে। এমনিতেই দক্ষিণ আফ্রিকার কন্ডিশন নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই কিন্তু হাসান নিজেকে এ ইনিংসের মাধ্যমে নিয়ে গেল এক অনন্য উচ্চতায়। ডারবান টেস্টের তৃতীয় দিনে আজ  এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে প্রোটিয়া। 

ডারবান টেস্টের তৃতীয় দিনে আজ দক্ষিন আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ৬৯ রান লীড নিয়ে খেলতে নেমে দিন শেষে বিনা উইকেটে ৬ রান করে দিনের খেলা শেষ করে। দুই ওপেনার ডিন এলগার ও এরওই ক্রিজে রয়েছেন। চার ওভারে ওই রান করেছেন তারা। এতে দ্বিতীয় ইনিংসে দক্ষিন আফ্রিকার লীড ৭৫ রান। আজ দ্বিতীয় ইনিংসের খেলা খেলতে নামবে পোটিয়া। তবে আজ স্বাগতিকদের টেনশনও কম না। ভাল একটা ব্যাটিং করতে না পারলে ম্যাচ বাচানো কষ্ট হয়ে যেতে পারে। তবে বাংলাদেশ পরিস্থিতি অনুসারে সেসন বাই সেসন ধরে খেলতে পারলে ম্যাচে অন্তত সন্মানজনক একটা সমাপ্তি হতেও পারে। সে জন্য অবশ্যই দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাটিংটা করতে হবে দ্বায়িত্বশীলদের। 




প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)