ইমিগ্রেশন কোর্টে মামলার সংখ্যা ২০ লাখ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 20-07-2022

ইমিগ্রেশন কোর্টে মামলার সংখ্যা ২০ লাখ

আমেরিকান ইমিগ্রেশন কোর্টসমূহে এখন পুঞ্জীভূত মামলার সংখ্যা প্রায় ২০ লাখ। প্রতি মাসে বাইডেন প্রশাসনের হাতে হাজার হাজার ইমিগ্র্যান্ট গ্রেফতার হওয়ার পর এই পুঞ্জীভূত সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে বলে ইমিগ্রেশন সংবাদ জানিয়েছে। এসব মামলা দেশের ৬৬টি কোর্টে ৫০০ ইমিগ্রেশন জাজ শুনছেন। সম্প্রতি রিয়েল ক্লিয়ার ইনভেস্টিগেশনের পক্ষে এ বিষয়ে তদন্ত করা হয়।

নিউ অরলিন্সে ইমিগ্রেশন জাজ জোসেফ রোকা একদিনে ২৫টি মাস্টার হিয়ারিং করছেন। এই শুনানি প্রাথমিক শুনানি, যেখানে চূড়ান্ত শুনানির দিন ধার্য হতে পারে। সাধারণত সেখানে সীমান্ত দিয়ে আসা ইমিগ্র্যান্টদের জিজ্ঞাসা করা হয়, তাদের অ্যাসাইলাম দেয়া না হলে কোন দেশে ফেরত পাঠানো হবে, যদি তারা ডিপোর্টেড হয়। এই মামলায় হিয়ারিংয়ে কেউ ডিপোর্টেড হয় না। পরবর্তী ধার্য করা দিনে মাইগ্র্যান্ট অ্যাসাইলাম দাবি করতে পারে। তবে এক বছরের মধ্যে ইমিগ্র্যান্টকে অ্যাসাইলাম দাবি করতে হবে।

প্রথম মাস্টার হিয়ারিংয়ে একজনকে সাধারণত চার মাস সময় দেয়া হয় অ্যাটর্নি হায়ার করতে। কিন্তু দেখা যায়, মাইগ্র্যান্টরা সুযোগের জন্য বসে থাকে, তাদের ডিপোর্টেশন বিলম্বিত করার জন্য। তারা মনে করে যতোদিন যায়, ততোই তাদের ডিপোর্ট করার সম্ভাবনা কমে যায়। একসময় ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তি হয়ে যেতো। এতো ইমিগ্রেশন জাজ ছিল না। এখন ৫ থেকে ৬ বছরেও নিষ্পত্তি হয় না।

বাইডেন প্রশাসন ২০২১ সালে ক্ষমতায় এসে প্রসিকিউশন করার এখতিয়ার খাটিয়ে অনেকের বিরুদ্ধে ডিপোর্টেশন মামলা খারিজ করতে বলেছেন। খারিজ পেয়ে অনেকে ছাড়া পেয়েছেন। তারা আমেরিকায় রয়ে গেছেন। তাদের আর খোঁজ করতে পারে না। কারণ তারা কোর্টে যায় না। অনেকে গিয়ে এখানে থাকার জন্য মানবিক আবেদন জানায়। বলে ভালো থাকার জন্য তারা এখানে এসেছে। দেশে ভালো খেতে পারতো না, পরতে পারতো না তাই। কিন্তু তাতে তাদের অ্যাসাইলাম পাওয়ার পথ বন্ধ হয়ে যায়। কারণ তারা আসলে অর্থনৈতিক রিফিউজি। এক্ষেত্রে অন্য আইন না ভাঙলে তারা এদেশে থেকে যায় অবৈধভাবে। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)