টুটুলের কণ্ঠে ইশতিয়াক রুপুর গান


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 21-07-2022

টুটুলের কণ্ঠে ইশতিয়াক রুপুর গান

নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটের ৩৭ অ্যাভিনিউয়ের ৭৭ স্ট্রিটে গত ১৭ জুলাই অনুষ্ঠিত জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক মেলায় বাংলাদেশের সেরা গায়ক এস আই টুটুল নিউইয়র্কের কুইন্সে বসবাসকারী গীতিকার ইশতিয়াক রুপু রচিত গানে নিজে সুরারোপ করে শিল্পী রিজিয়া পারভিনের সহায়তায় মেলার মূল মঞ্চ থেকে আবেগ ও ভালোবাসাসহ যতœ করে গানটি পরিবেশন করেন।

জেবিবিএ আয়োজিত এবারের সার্থক মেলায় দর্শক ও বৈচিত্র্যপূর্ণ খাবার দাবারসহ মনোরম পোশাক নিয়ে স্টলের সংখ্যা ছিলো রেকর্ড পরিমাণ। প্রিয় নিউইয়র্ক ও বাংলাদেশি অভিবাসীদের সাংস্কৃতিক কর্মকাÐের অন্যতম বিনোদন সামারজুড়ে আয়োজিক মেলা নিয়ে লেখা গানটিতে সুরারোপ করে হাজার হাজার দর্শকদের সম্মুখে গাইতে পেরে খুশি ও আনন্দিত বলে শিল্পী জানান।

গীতিকার ইশতিয়াক রুপু অন্য একটি অনুষ্ঠানে ছিলেন বলে অনুষ্ঠান স্থলে উপস্থিত থাকতে পারেননি। তবে উনার প্রিয় শিল্পী এস আই টুটুল এর পূর্বে ২০১৬ সালে ইশতিয়াক রুপুর লেখা আরেকটি জনপ্রিয় গানে কণ্ঠ দেন। গানটি এবারের মেলায় শিল্পী এস আই টুটুল গেয়েছেন বলে উনাকে ধন্যবাদ জানান। পাশাপাশি মেলা কর্তৃপক্ষকে জানান কৃতজ্ঞতা।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)