প্রতিশ্রুতি রক্ষায় আওয়ামী লীগ সরকার উদাসীন


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 27-03-2022

প্রতিশ্রুতি রক্ষায় আওয়ামী লীগ সরকার উদাসীন

 ক্ষমতাসীন আওয়ামী লীগের উপর অভিযোগের পাহাড় তুলেছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ। বিশেষ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার রক্ষায় যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো রক্ষা করেনি বলে অভিযোগ করেছে। গত ২২ মার্চ মঙ্গলবার প্রেসকাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত। 

এ সময় আরো বক্তব্য দেন উষাতন তালুকদার, নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও প্রমুখ। বক্তব্যে রানা দাশগুপ্ত অভিযোগ আকারে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ অঙ্গীকার করেছিল, সংখ্যালঘু সুরা আইন প্রণয়ন করবে। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করবে। বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করবে। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের দ্রুত বাস্তবায়ন করবে। পার্বত্য শান্তিচুক্তি, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের দ্রুত বাস্তবায়নসহ সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জন্য স্বতন্ত্র ভূমি কমিশন গঠন করবে। কিন্তু প্রতিশ্রুতির তিন বছর পেরিয়ে গেলেও এসব ক্ষেত্রে দৃশ্যমান উদ্যোগ তারা দেখাতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন ও সা¤প্রদায়িক হামলা একসঙ্গে চলেছে। এবারে নির্বাচন কমিশনে অন্তত একজন সংখ্যালঘু প্রতিনিধিকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়েছিল কিন্তু সেটা মানা হয়নি। কারণ নির্বাচনে সংখ্যালঘু নির্যাতন বন্ধে কমিশন কোনো আস্থার স্থান তৈরি করতে পারেনি। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনের সময় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে বলে জানান রানা দাশগুপ্ত।  তিনি বলেন, গত ৯ মার্চ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ ৩৩টি সংগঠন মিলে গঠন করা সংখ্যালঘু ঐক্য মোর্চার সভায় এসব দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। ২৪ মার্চ প্রায় দুই লাখ মানুষের স্বারসংবলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া হবে। তিনি বলেন, আগামী দুই থেকে আড়াই বছর সময় খুব সংকটপূর্ণ। কারণ অতীতে দেখা গেছে, নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)