বাইডেনের কোভিড উপসর্গ হ্রাস পেয়েছে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 29-07-2022

বাইডেনের কোভিড উপসর্গ হ্রাস পেয়েছে

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত ২২ জুলাই তার উচ্চপদস্থ অর্থনৈতিক উপদেষ্টাদের এক বৈঠকে ভার্চুয়ালভাবে যোগ দেন। এর একদিন আগে তার কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। হোয়াইট হাউজ জানিয়েছে যে তার ‘খুবই মৃদু’ উপসর্গ রয়েছে।

বাইডেনের কণ্ঠস্বর কিছুটা খসখসে শোনা যায় এবং বৈঠকে বক্তব্য দেয়ার সময়ে তিনি মাঝেমধ্যে কাশছিলেন। তবে বাইডেন বলেন, আমাকে শুনতে যতোটা খারাপ মনে হচ্ছে আমি তার থেকে অনেক ভালো আছি। হোয়াইট হাউসে নিজ বাসস্থান থেকে ওই বৈঠকে যোগ দেন তিনি। জ্বালানির মূল্যহ্রাসের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে বৈঠকটি করা হয়।

বৈঠকে বক্তব্য দেয়ার আগে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন যে তার কেমন লাগছে। এর জবাবে তিনি বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে ভালো আছেন বলে ইঙ্গিত দেন। 

এদিন তার আগে হোয়াইট হাউসের প্রকাশিত এক বিবৃতিতে চিকিৎসক কেভিন ও’কনর বলেন, বাইডেনের শরীরের তাপমাত্রা বৃহস্পতিবার ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস (৯৯.৪ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছে গেলেও শুক্রবার তা কমে আসে। তিনি বলেন, আজ সকালে তার কণ্ঠস্বর ভারী হয়ে আছে। ঘরের ভেতরের পরিবেশে, তার হৃৎস্পন্দন, রক্তচাপ, শ্বাসপ্রশ্বাসের হার ও অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে।

ও’কনর জানান বাইডেনের মূল উপসর্গগুলো হল নাক দিয়ে পানি পড়া, ক্লান্তি ও মাঝেমধ্যে শুষ্ক কাশি। তিনি বলেন, প্রেসিডেন্ট টাইলেনল ওষুধ খেয়েছেন এবং ওষুধে ভালোভাবে সাড়া দিয়েছেন।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্যাক্সলোভিড দিয়েও চিকিৎসা আরম্ভ করেন। প্যাক্সলোভিড একটি অ্যান্টিভাইরাল ওষুধ যা কোভিড-১৯ এর মাত্রা হ্রাস করতে সাহায্য করে। ও’কনর জানান যে, শুক্রবারও বাইডেনের আরোগ্যলাভের গতি ধারা ছিল ভালো।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারিন জ্যঁ-পিয়ের শুক্রবার বিকেলে সাংবাদিকদের বলেন যে, বাইডেনের অবস্থার উন্নতি হচ্ছে এবং তার খুবই মৃদু উপসর্গ রয়েছে। তিনি বলেন, দুইবার টিকা ও দুইবার বুস্টার ডোজ নেয়া থাকা ছাড়াও প্যাক্সলোভিডের চিকিৎসায় তিনি উপকার পাচ্ছেন।

জ্যঁ-পিয়ের বলেন, বাইডেন এখনো দিনে আট ঘণ্টার বেশি কাজ করছেন এবং শুক্রবার তার প্রাত্যহিক প্রেসিডেন্সিয়াল নিরাপত্তা ব্রিফিংয়ে তিনি ভিডিওকলের মাধ্যমে অংশগ্রহণ করেছেন। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)