রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের জেনোসাইড ওয়াচ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 03-04-2022

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের  জেনোসাইড ওয়াচ

বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের জেনোসাইড ওয়াচের তিন সদস্যের একটি স্কলার প্রতিনিধিদল। গত ২৭ মার্চ তারা চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত সেখানে অবস্থান করেন।

প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সংস্থাটির প্রতিষ্ঠাতা অধ্যাপক গ্রেগরি হাওয়ার্ড স্ট্যানলন। টেকনাফের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরিদর্শনকালে প্রতিনিধিদল ক্যাম্পের ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এ/১ ব্লক ঘুরে দেখেন। এ সময় তারা ২০১৭ সালে মায়ানমারে গণহত্যা চলাকালের পরিস্থিতি সম্পর্কে কয়েকজন সাধারণ রোহিঙ্গার সঙ্গে কথা বলেন”। প্রতিনিধিদলের সদস্যরা কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গেও সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ অগাস্টের পর কয়েক মাসে মায়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ পালিয়ে আসেন প্রায় ৮ লাখ রোহিঙ্গা। এর আগের কয়েক দফায় আসেন আরও কয়েক লাখ। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)