মিশিগানের পথমেলায় প্রাণের উৎসব


মিশিগান প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 04-08-2022

মিশিগানের পথমেলায় প্রাণের উৎসব

যুক্তরাষ্ট্রের মিশিগানে দিনদিনব্যাপী পথমেলা সম্পন্ন হয়েছে। মিশিগানের হ্যামট্রামিক সিটির ডাইভারসিটি ফেস্টিভালের আয়োজনে শুক্রবার থেকে শুরু হওয়া এ মেলা চলে রোববার রাত ১২টা পর্যন্ত।  

হ্যামট্রামিকের বাংলাদেশ অ্যাভিনিউয়ে শুরু হওয়া এ মেলায় মিশিগানের বিভিন্ন সিটিতে বসবাসরত হাজার হাজার বাংলাদেশিদের ঢল নেমেছে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ আসছেন এ মেলায়। বেশিরভাগই এসেছেন পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে। এ মেলাকে ঘিরে প্রবাসীদের মধ্যে এক ধরনের উৎসবের সৃষ্টি হয়েছে।

আমেরিকার মাটিতে বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এ মেলার আয়োজন করা হয়ে থাকে। এবারের মেলার ৪০টি স্টলের বেশিরভাগই শোভা পায় বিভিন্ন বাংলাদেশি পণ্য। চাকরিপ্রত্যাশীদের জন্য বিভিন্ন এজেন্সিও স্টল খুলে বসেছে এ মেলায়।

মেলায় সবচেয়ে বেশি ভিড় দেখা যায় ফুসকা, চানাচুর, আইসক্রিম, বরিশালের আমড়া, মুখরোচক বিভিন্ন রকমের আচার ও মিষ্টি পানসহ দেশীয় হরেক রকমের খাবারের স্টলগুলোতে। মেলাতে সবার নজর কেড়েছে শুঁটকি ভর্তার স্টল। রোববার মেলার শেষের দিনে গান শোনান বাউলশিল্পী জিল্লুর রহমান ও লাবনী আক্তার। মেলার আয়োজকরা জানান, শুক্রবার মেলার প্রথম দিন তেমন দর্শনার্থী না থাকলেও। ছুটির দিন শনিবার বিকেল থেকে মানুষের ভিড় জমতে শুরু করে। অন্য দেশের মানুষরাও এ মেলায় এসে কেনাকাটা করেন।

মেলার আয়োজকদের পক্ষ থেকে স্কুলশিক্ষার্থীকে বিনামূল্য দেয়া হয় স্কুল ব্যাগ, নোট প্যাড ও পেন্সিল। আর র‌্যাফেল ড্র’র বড় পুরস্কার গাড়িসহ নানা আকর্ষণীয় পুরস্কার।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন মেলার উদ্যোক্তা নাজেল হুদা, সাদাত হোসেন মিন্টু, মাহবুব রাব্বি খান, শোভন, আফাজ, সাইফুল ও পারভেজ।

 

প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)