শনিবার ঢাকায় আসছেন চীনের পররাস্ট্রমন্ত্রী ওয়াং ই


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 05-08-2022

শনিবার ঢাকায় আসছেন চীনের পররাস্ট্রমন্ত্রী ওয়াং ই

দু’দিনের গুরুত্বপুর্ন এক সফরে কাল শনিবার ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ বিষয়ে তাকে আতিতেয়তা দেয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরটিকে খুবই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সারা বিশ্বে কোভিড-১৯ এ বিপর্যস্ত অবস্থা কাটিয়ে উঠতে না উঠতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা বিশ্বে  বড় ধরনের ক্রাইসিস তৈরী হয়েছে। এরই মধ্যে সম্প্রতি তাইওয়ান ঘিরে নতুন করে উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। সেখানে দুই পক্ষের মধ্যে যুদ্ধ যুদ্ধ ভাব বিরাজ করছে। এমনি মুহুর্তে চীন বাংলাদেশের কাছে কী কোনো দাবী দাওয়া বা সমর্থনের বিষয় নিয়ে আসছে কি-না এ নিয়ে গুঞ্জন চলছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র অনুযায়ী, ৬ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছাতে পারেন ওয়াং ই। ওই সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কম্বোডিয়ায় একটি সম্মেলনে থাকবেন বলে ওয়াং ইকে বিমানবন্দরে স্বাগত জানাতে পারবেন না। সেজন্য তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

পরে ৭ আগস্ট বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় বৈঠকটি ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ওয়াং ই। ৭ আগস্ট তিনি ঢাকা ছেড়ে যাবেন।

সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তার সফরে রোহিঙ্গা ইস্যু, চীনের সহায়তায় বিভিন্ন চলমান ও ভবিষ্যৎ প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)