জকিগঞ্জ সোসাইটির বাৎসরিক বনভোজন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 11-08-2022

জকিগঞ্জ সোসাইটির  বাৎসরিক বনভোজন

গত ৭ আগস্ট রবিবার নিউইয়র্ক কুইন্সের  ৪১ এভিনিউ, বার্নন ব্লুবার্ডস, কুইন্স ব্রিজ পার্ক ও ইস্টরিভারের পাশের সবুজ বেস্টনী ঘেরা পার্কের মনোরম পরিবেশে জকিগঞ্জ সোসাইটি অব ইউ এসএ ইনকের আয়োজনে বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়।আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত সফল বনভোজন আয়োজন কমিটির আহ্বায়ক আব্দুর রহীম ও যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসিত সহপিকনিক প্রস্তুতি কমিটির  সকল সদস্য বনভোজনের সার্বিক আয়োজন এবং শিশু ও মহিলাদেরখেলাধুলার আয়োজনে পুরো দিন ব্যস্ততায় কাটিয়েছেন। ২০২২ এর বনভোজনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জকিগঞ্জ তথা বৃহত্তর সিলেট জেলার কৃতি সন্তান  শিল্পপতি জহিরু লইসলাম। নিউইয়র্কে বসবাসরত জকিগঞ্জবাসীর উল্লেখযোগ্য অংশ বনভোজনে অংশগ্রহণকরেন।

এছাড়া বৃহত্তর সিলেট এলাকার বিশিষ্ট ব্যাক্তিত্বরা অতিথি হয়ে বনভোজনে যোগ দেন।বাংলাদেশ এনআরবি’র চেয়ারম্যান সাকিল আহমদ চৌধুরী বিপুল করতালির মাধ্যমেবনভোজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।বনভোজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেটসদর থানা এসোসিয়েশন অবইউএসএ ইনকের সভাপতি রানা ফেরদৌস চৌধুরী এবং সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল, লেখক ইশতিয়াক রুপু, শিল্পপতি জহিরুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, আলহাজ মোহাম্মদ চান্দুসহ আরো অতিথিবৃন্দ।

মধ্যাহ্ন ভোজনেরপর শুরু হয় শিশু ও মহিলাদের নানা ধরনের খেলাধুলা। মেলার শেষ পর্যায়ে আনন্দঘনপরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। জকিগঞ্জ সোসাইটি অব ইউ এসএ ইনকের সভাপতি মোঃ আবিদুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলামনিউইয়র্কের পাঁচ বরোতে বসবাসকারী সকল জকিগঞ্জবাসী ও পিকনিকে আগত নগরীর বিশিষ্ট অতিথির আন্তরিক ধন্যবাদ জানান।এখানেউল্লেখ না করলেই নয় বনভোজনের দিন রোদ্রকরোজ্জল দিনে এক পশলা ঝটিকা বৃষ্টির ছোঁয়ায় পরিবেশ আরামদায়ক এবং পারস্পরিক ভালবাসায় সিক্ত হয়ে উঠে।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)