যুক্তরাষ্ট্রে একদিনে দেড় হাজার ফ্লাইট বাতিল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 11-08-2022

যুক্তরাষ্ট্রে একদিনে দেড় হাজার ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে দুদিনে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে, বিলম্বে ছেড়েছে অসংখ্য ফ্লাইট। বজ্রপাত ও বিরূপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলের প্রধান বিমানবন্দরগুলোয় টানা দ্বিতীয় দিনের মতো বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ারের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ৫ আগস্ট রাত সাড়ে নয়টা পর্যন্ত দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।


ওয়াশিংটনের বাইরে নিউইয়র্কের লাগুরাডিয়া, নিউওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল ও রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে।যুক্তরাষ্ট্রে গত ৪ আগস্ট বিভিন্ন এয়ারলাইনসের ১ হাজার ২৪৮টি ফ্লাইট বাতিল হয়েছে। বিগত ছয় সপ্তাহের মধ্যে ওইদিন দেশটিতে সর্বোচ্চ ফ্লাইট বাতিল হয়েছে।সাউথওয়েস্ট এয়ারলাইনসের ৩৭০টি বা ৯ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া এয়ারলাইনসটির আরো ১ হাজার ৮০০ বা ৪৬ শতাংশ ফ্লাইট দেরিতে ছেড়েছে। 


সাউথইস্ট এয়ারলাইনস বলছে, ‘আবহাওয়াসংক্রান্ত নানা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হচ্ছে। এ সপ্তাহে দেশজুড়ে আমাদের কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।’



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)