‘বাংলাদেশের মানুষ আমরা বেহেশতে আছি’ বক্তব্যের ব্যাখ্যা


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 13-08-2022

‘বাংলাদেশের মানুষ আমরা বেহেশতে আছি’ বক্তব্যের ব্যাখ্যা

সামজিক যোগাযোগ মাধ্যম সহ দেশজুড়েই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বেহেশতে থাকার মন্তব্যে ঝড়। মুলত তিনি বলেছিলেন ‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় আমরা বেহেশতে আছি’। সমস্যাটা এখানেই। বাংলাদেশের মানুষ কী আসলেই বেহশতের মত শান্তিময়স্থানে অবস্থান করছে? শুক্রবার তার করা ওই মন্তব্যে প্রশ্ন ওঠে দেশের সর্বত্র। ঝড় বয়ে যায় যেন এ আলোচনায়। অবশেষে সে মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

শনিবার দুপুরে বাংলাদেশের সিলেট জেলা পরিষদ আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগের দিনের মন্তব্যের ব্যাখ্যায় আব্দুল মোমেন বলেন, ‘বেহেশতের কথা আমি বলেছি, কম্পারেটিভ টু আদার কান্ট্রি। আপনারা সব জায়গায় লিখেছেন “বেহেশত বলেছেন”, মানে বক্তব্য টুইস্ট করা হয়েছে। বলেন নাই যে আমাদের মূল্যস্ফীতি অন্য দেশের তুলনায় কম। ইংল্যান্ডে মুদ্রাস্ফীতি ১২ ভাগ, টার্কিতে ৬৭, পাকিস্তানে ৩৭, শ্রীলঙ্কায় ১৫০ আর আমাদের ৭ ভাগ। সেই দিক দিয়ে আমরা ভালো আছি।’

সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বলেছি, অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। তাদের তুলনায় আমরা বেহেশতে আছি, এই কথা বলেছিলাম। কিন্তু আপনারা এক্কেবারে উল্টা।’

উল্লেখ্য, এর আগে গতকাল শুক্রবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ভূমি অধিগ্রহণবিষয়ক এক মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন, ‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। আমরা সুখে আছি, বেহেশতে আছি। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, একটি পক্ষ এমন প্যানিক ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। এটার কোনো ভিত্তি নেই।’ ওই বক্তব্য প্রচারিত হওয়ার পর থেকেই উঠেছিল সমালোচনার ঝড়। যা এখনও বিদ্যমান। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)