ওমর বান্দিয়ালের দিকে তাকিয়ে পাকিস্তান


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 06-04-2022

ওমর বান্দিয়ালের দিকে তাকিয়ে পাকিস্তান

পাকিস্তানের সরকার পরিচালনায় কে থাকবেন, ইমরান খান নাকি আসবে নতুন কেউ- আর সেটা কিভাবে ভোটের মাধ্যমে নাকি অন্য কোন উপায়ে এ বিষয়টা এখন ঝুলে রয়েছে। অবশ্য এটা এখন অনেকটাই নির্ভর করছে প্রধান বিচারপতির নির্দেশনার উপর। গোটা পাকিস্তান তাকিয়ে তিনি কী করেন, সে দিকে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত দান পিছিয়েছে। আগামীকাল বুধবার পর্যন্ত এটা পিছিয়েছে। এর আগে প্রধান বিচারপতি জানিয়েছিলেন, সোমবারের মধ্যেই একটি যৌক্তিক সিদ্ধান্ত জানাতে সক্ষম হবেন।  

তবে বিষয়টি নিয়েও তিনি নেমেছেন বিশ্লেষনে। ইতিমধ্যে প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল বলেছেন, সুপ্রিম কোর্ট রাষ্ট্রীয় এবং পররাষ্ট্রনীতিতে কোন হস্তক্ষেপ করবে না। মঙ্গলবার এক শুনানিতে তিনি আদালতকে বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ডেপুটি স্পিকার কাসিম সুরির রায়ের বিষয়ের বৈধতা খতিয়ে দেখবে। 


এদিকে গত ৩ এপ্রিল বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবিধানের ৫ অনুচ্ছেদ এর বিরুদ্ধে আখ্যায়িত করে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গেছে পাকিস্তানের বিরোধী দলগুলো। অভিযোগে শুনানির জন্য পাঁচ সদস্যের বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি আরো বলেন, নীতিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না আদালত। তাদের মূল নজর থাকবে ডেপুটি স্পিকারের রুলিং এর প্রতি। 


পাকিস্তানের পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার আহ্বান

 এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন তিনি প্রেসিডেন্ট আলভীকে পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার পরামর্শ দিয়েছেন। গত রোববার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি একথা জানান। পার্লামেন্টে ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করে দেওয়ার পর ইমরান জাতির উদ্দেশে ভাষণ দেন বলে জানিয়েছে দেশটির শীর্ষ পত্রিকা ডন। পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে আনীত আনস্থা আনার চেষ্টা ভন্ডুল হয়ে যাওয়ায়  দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন ডেপুটি স্পিকার চক্রান্ত করে সরকার ও দেশের বিরুদ্ধে বাজে দৃষ্টান্ত আনার চেষ্টা ভন্ডুল করে দিয়েছে। ইমরান জানান, তিনি প্রেসিডেন্টকে পালন পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন। 

রহস্য ঘেরা পাকিস্তানের রাজনীতি

সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার এখন তত্ত্বাবধায় সরকার গঠন করা হবে তারাই ৯০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন করবে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে যদি পরবর্তী নির্বাচনের ঘোষণা আসে সেটা তারা ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে পারবেনা এর জন্য সময় প্রয়োজন। এদিকে ইমরান খানের বিরোধীদের ভাষ্য ইমরান খান যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসে ছিলেন তার বেশিরভাগই রাখতে পারেননি।

 আর ইমরান খান বলছে অন্য কথা তার দলের ভাষ্য অনুসারে সরকার পতনে বিদেশি রাষ্ট্র কাজ করছে। তারা প্রচুর পরিমাণ টাকা খরচ করে হুমকি দিয়ে চিঠি দিয়ে আইনপ্রণেতাদের ভোট কিনে অনাস্থা প্রস্তাব জয়ী হতে চেষ্টা করেছেন। সরকার তথা ইমরান বিরোধীরা অনাস্থা প্রস্তাবে ব্যর্থ হওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ইমরান খানের বক্তব্য বলা হয় গণতন্ত্রীদের (বিরোধী পক্ষ) জনগণের কাছে যাওয়া উচিত। নির্বাচন হওয়া উচিত। জনগণ সিদ্ধান্ত নেবে- তারা তাকে ক্ষমতায় চায়। নির্বাচনের প্রস্তুতি নিতে সমর্থকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো দুর্নীতিবাজ শক্তি দেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেনা। পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার পরপরই নতুন নির্বাচনকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ইমরান খানের ভাষণ এর কিছুক্ষণ পরেই পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার কথা জানানো হয়।  পাকিস্তানের সংবিধান অনুসারে ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হয় এবং নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে তত্তাবোধক প্রধানমন্ত্রীর নিয়োগ দেবেন-এটাই তাদের রীতি। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)