মেয়র নাদের বখতের সঙ্গে মিশিগানবাসীর মতবিনিময়


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 18-08-2022

মেয়র নাদের বখতের সঙ্গে মিশিগানবাসীর মতবিনিময়

সুনামগঞ্জ জেলাবাসী মিশিগান শাখা যুক্তরাষ্ট্রের আয়োজন হ্যামট্রামিকের স্থানীয় পাবলিক হল গেট অব কলম্বাসে গত ১৪ আগস্ট সুনামগঞ্জের জনপ্রিয় মেয়র নাদের বখতের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজসেবক বাবুল আহমদ বাচ্চু মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের মেয়র নাদের বখত। বিশেষ অতিথি ছিলেন সালিক সোবহান, সাবেক কাউন্সিলার কাজী মিয়া, ইকবাল হুসেন, জামাল হুসেন, আব্দুস সবুর, আশিক বখত, দোলন আহমদ, মন্জুর খান এবং রাইসুজাম্মান মুকুল।

মোহাম্মদ রাফির কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজেল আহমেদ, সৈয়দ ইয়াহিয়া এবং সাইফুল আমিন। অনুষ্ঠানে জনপ্রিয় মেয়রকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার শাহাব উদ্দিন, কবি বাবর বখত, কাজী মিয়া, নিউইয়র্ক থেকে আগত লেখক ইশতিয়াক রুপুসহ স্থানীয় নেতারা।

সভায় আরো বক্তব্য এবং মেয়রের সঙ্গে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের বানভাসিদের পুনর্বাসন পরিকল্পনা নিয়ে খোলামেলা মতবিনিময় করেন সুনামগঞ্জ সমিতি মিশিগান শাখার নেতারা। বিগত বন্যায় মেয়র নাদের বখত অক্লান্ত পরিশ্রম এবং ভয়কে উপেক্ষা করে বানভাসিদের পাশে দাঁড়ানোর অনন্য উদাহরণ সৃষ্টি করায় মেয়রকে যুক্তরাষ্ট্রে বাসকারী সকল সুনামগঞ্জবাসীর পক্ষে কৃতজ্ঞতা জানিয়ে লেখক ইশতিয়াক রুপু বলেন, আমরা জেলার রাজনীতিতে মেয়র নাদের ন্যায় সাহসী তরুণ এবং সেবার গুণাবলি সমৃদ্ধ নেতৃত্ব চাই। প্রধান অতিথির দীর্ঘ ভাষণে তিনি সকল প্রবাসীকে দেশের বর্তমান কঠিন সময়ে এগিয়ে আসতে উদাত্ত আহŸান জানান। এই পর্যায়ে সুনামগঞ্জের জনপ্রিয় এবং তরুণ মেয়র নাদের বখতকে মিশিগানের সর্বস্তরের সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়।

সর্বশেষে সভাপতি উপস্থিত সকল সুনামগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে এবং নৈশভোজে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন। মতবিনিময় সভার সার্বিক সহযোগিতায় ছিলেন আবু জুবের, সাইফুল আমিন, রাসেল আহমদ, সেলিম, সোহাগ, রাসেল আহমদ, মিলাক প্রমুখ।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)