১৫০ আসনে ইভিএম এর সিদ্ধান্ত অবাঞ্ছিত -বাংলাদেশ জাসদ


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 24-08-2022

১৫০ আসনে ইভিএম এর সিদ্ধান্ত অবাঞ্ছিত -বাংলাদেশ জাসদ

১৫০ আসনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দেশের রাজনৈতিক সংকটকে আরো তীব্র করবে বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ। 

বুধবার এক যুক্ত বিবৃতিতে দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান একথা বলেন। 

আগামী জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহারের নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্তে অসন্তোশ প্রকাশ করে বাংলাদেশ জাসদ নেতারা আরো বলেন," জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম প্রধান ইস্যু না হলেও গনমাধ্যমে প্রকাশিত মতামত ও নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত সংলাপে অধিকাংশ দলের বিরোধিতার পরও আগামী জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত একেবারেই অবাঞ্ছিত ও অপ্রত্যাশিত।

নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত এই সিদ্ধান্ত দেশে বিদ্যমান রাজনৈতিক সংকটকে আরো বাড়িয়ে তুলবে। আমরা নির্বাচন কমিশনকে তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানাই।"



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)