জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 25-08-2022

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটি

নিউইয়র্কের অন্যতম আদর্শিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২২ আগস্ট সন্ধ্যায় জ্যামাইকা রিলায়বল হোম কেয়ার পার্টি হলে বর্তমান এবং প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার নতুন কার্যকরি কমিটি ঘোষণা করেন। এই সময় সংগঠনের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা এবং সাধারণ সম্পাদকসহ কার্যকরি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


২০২২-২০২৩ সালের ৪০ সদস্য বিশিষ্ট নতুন কমিটির তৃতীয়বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন মূলধারার রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম দেলোয়ার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জে মোল্লা সানি। পূর্ণাঙ্গ কমিটির তালিকা হচ্ছে- সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সহ সভাপতি এ এফ মিসবাউজ্জামান, ইফজাল চৌধুরী, রাশেক মালিক, সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, সহ সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ, কোষাধ্যক্ষ আক্তার বাবুল, সাংগঠনিক সম্পাদক বাবুল হাওলাদার, প্রচার সম্পাদক এস এম সোলাইমান, ক্রীড়া সম্পাদক সুমন খান, সাংস্কৃতিক সম্পাদক আফরোজা বেগম রোজি, কমিউনিটি আউটরিচ সম্পাদক অনুভা শাহীন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক এনায়েত মুন্সী, সাহিত্য সম্পাদক ফয়সল আলম, সমাজ কল্যাণ সম্পাদক হিমু মিয়া, আপ্যায়ন সম্পাদক গোলাম আজম রকি।


কার্যকরি সদস্য বিলাল চৌধুরী, সাইফুল ইসলাম, শেখ হায়দার আলী, মোহাম্মদ সেবুল মিয়া, আল আমিন রাসেল, আনোয়ার হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম, কাজী আবু নাসের, শাহ জে চৌধুরী, লিটন আহমেদ, রোমান রেজাউল, সৈয়দ লিটন আলী, সহদেব তালুকদার, তরিকুল ইসলাম তুহিন, রেজাউল আলম অপু, বাহরুল ইসলাম রমিজ, কবির মুন্সী, রাশেদ আল হাসান, মোশাররফ হোসেন, মোহাম্মদ জসীম, শেখ ফরহাদ, মাহিন আহমেদ, আমিনুল হক।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, উপদেষ্টা, উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, ছদরুন নূর, হাজী শামসুল ইসলাম, মনজুর আহমেদ চৌধুরী, সালেহ আহমেদ, সরাফ সরকার, রেজাউল করিম চৌধুরী, দুলাল মিয়া এনাম, শাহ নেওয়াজ, অধ্যাপিকা হুসনে আরা, ডা. টমাস দুলু রায়, ডা. মাসুদুল হাসান, মোহাম্মদ সাদেক, জহিরুল ইসলাম, ফয়জুল হক, মোস্তফা কামাল, ডা. আব্দুল লতিফ, এবিএম সালাউদ্দিন আহমেদ, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, প্রফেসর শাহাদাত হাসান, শেখ আনসার আলী, হুমায়ুন কবীর, ওমর খসরু, সৈয়দ আতিক, মনির হোসেন।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)