বাংলাদেশ ব্যাংকে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগ নেই


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 25-08-2022

বাংলাদেশ ব্যাংকে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগ নেই

বাংলাদেশ ব্যাংকের এ কেমন বিদ্যুৎ সাশ্রয়ের সিষ্টেম? সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিস সুচীতে ব্যাপক পরিবর্তন এনেছে। এখন থেকে অফিস সুচি সকাল ৮টা থেকে বিকেল তিনটা। আর্থিক প্রতিষ্ঠানগুলোর সময়সুচি ৯টা থেকে ৪টা। কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদের অভ্যন্তরিন এক সার্কুলারে জানিয়েছে তাদের অফিস সময়সুচী সেই ৮ ঘন্টাই। সেটা তারা ৯ থেকে ৫টা পর্যন্ত করেছে। তাহলে এখানে সাশ্রয়ী কী হলো। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ব্যাংকের সময়সুচি ছিল ১০-৬ টা। 

যেখানে করোনাকালীন সময়ে প্রায় দুইবছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পরও  বিদ্যুৎ সাশ্রয়ীতে সেটা এখন সপ্তাহে একদিনের স্থানে দুইদিন (শুক্রবার ও শনিবার) বন্ধ করেছে। প্রতিটা সেক্টারেই সরকার মিত্যব্যায়ি হয়ে ক্রাইসিস পিরিয়ড নিয়ন্ত্রনের আপ্রাণ চেষ্টা করছে।  তাহলে বাংলাদেশ ব্যাংক অফিস আওয়ার ঠিক রেখে কী সাশ্রয়টা করবে এ প্রশ্ন এখন জনমনে। সরকার যে উদ্দেশ্য এটা করেছেন, সেটাতে সবাইকেই সহায়তা না করলে উদ্দেশ্য সফল হবে না। কিন্তু সেটা যদি কাউকে কাউকে বাদ দিয়ে হয় তাহলে ওই লক্ষ্যমাত্রা অর্জিত হবে কী? 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)