উত্তেজনা ছড়িয়ে জিতল ভারত


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 29-08-2022

উত্তেজনা ছড়িয়ে জিতল ভারত

তুমুল উত্তেজনাপূর্ন ম্যাচে পাকিস্তানকে শেষ ওভারে হারালো ভারত। দুবাইয়ে স্বল্প টার্গেটেও পাকিস্তান যেভাবে ম্যাচটার শেষ মুহুর্ত পর্যন্ত উত্তেজনা ধরে রেখেছে। ভারতও ছিল প্রচন্ড টেনশনে সেটা ছিল আসলে ক্রিকেটের চীরাচরিত সেই অনিশ্চয়তারই দোলাচাল।

এ ম্যাচে প্রথম ব্যাটিং করতে নেমে পাকিস্তান ১৪৭ রান সংগ্রহে সমার্থ হয়। রেজওয়ান করেছিল সর্বোচ্চ ৪৩ রান ৪২ বলে। এ ছাড়া ইফতিখারের  ২৮ রান উল্লেখযোগ্য। ভারতের বোলারদের মধ্যে ভুবেনেশ্বর কুমার নেন চার উইকেট। এছাড়া হারদিক পান্ডিয়া নিয়েছেন তিনটি। 

এরপর খেলতে নেমে ভারতও রান সংগ্রহে ধুকছে। বিশেষ করে পাকিস্তানের বোলরাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজেই জিতে যাবে বলে যে ধারনা ছিল সেটা বদলে দিয়েছে। শেষ পর্যন্ত জিতেছে তারা। কিন্তু উত্তেজনা ছড়িয়ে দুই বল হাতে রেখে। হারদিক পান্ডিয়া ছক্কা হাকিয়ে ওই জয় নিশ্চিত করেন। শেষ তিন বলে অবশ্য ৬ রানেরই ছিল প্রয়োজন। পান্ডিয়া ১৭ বলে করেন ৩৩। এছাড়া কোহলি ও জাদেজা করেন ৩৫ করে রান। নেওয়াজ নেন তিন উইকেট। 

কাল বাংলাদেশ প্রথম ম্যাচে খেলতে নামবে আফগানিস্তানের বিপক্ষে একই মাঠে। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)