১৯ জুন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 06-04-2022

১৯ জুন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন

 যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পালন করেছে। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে স্বাধীনতা যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন সেই সব শহিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করে শাহজাহান সাজু। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক মোহাম্মদ এ বড় ভূইয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শহীদুর রহমান, সংগঠনের উপদেষ্টা সৈয়দ শওকত আলী, সদস্য সচিব আসেফ বারী টুটুল, যুগ্ম আহ্বায়ক তোয়ায়েল, জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, এস এম ইকবাল, শাহজাহান সাজু, যুব সংহতির যুগ্ম সম্পাদক শক্তি দাস গুপ্ত, রুহেল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের স্মৃতিচারণ করে বলেন, দুর্নীতিমুক্ত, ন্যায়ের শাসন, ভোটাধিকারসহ সত্যিকারের স্বাধীনতার সুফল মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জি এম কাদের এমপির নেতৃত্বে জাতীয় পার্টির সরকার প্রতিষ্ঠা করতে হবে।

জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ এ বার ভুইয়া অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। এ ছাড়াও তিনি আগামী ১৯ জুন ২০২২ সালে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের ঘোষণা দেন। সেই সাথে ইফতার পার্টি করার জন্য যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান অনিককে আহ্বায়ক করে একটি উপকমিটি ঘোষণা করা হয়।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)