এফবিআইয়ের তথ্য : ম্যাগাজিনের সঙ্গে টপ সিক্রেট নথি রেখেছিলেন ট্রাম্প


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 01-09-2022

এফবিআইয়ের তথ্য : ম্যাগাজিনের সঙ্গে টপ সিক্রেট নথি রেখেছিলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে ১৫টি বক্স ভর্তি নথি উদ্ধার করে দেশটির তদন্ত সংস্থা এফবিআই। গত ২৬ আগস্ট সংস্থাটির প্রকাশিত এক হলফনামায় দেখা গেছে, এসব বক্সের মধ্যে ১৪টিতে বিভিন্ন সংবাদপত্র, ম্যাগাজিন এবং ব্যক্তিগত সামগ্রির সঙ্গে মিলিয়ে রাখা ছিল বিভিন্ন গোপনীয় নথি। এসব নথির মধ্যে আবার কিছু নথি ছিল অতি গোপনীয় (টপ সিক্রেট)।

আদালতের নথিতে দেখা গেছে, ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টের কোথাও গোপনীয় সামগ্রী মজুতের অনুমোদন ছিল না। এর ফলে ওই রিসোর্টে এফবিআই এর তল্লাশি ছিল যৌক্তিক। এথেকে ধারণা করা হচ্ছে তল্লাশিতে বাধা দেয়ার সম্ভাব্য প্রমাণ পাওয়া যাবে। ৩২ পাতার হলফনামাটি প্রত্যক্ষভাবে সাক্ষী এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সুরক্ষা এবং চলমান তদন্তের অখণ্ডতা রক্ষা করার জন্য ব্যাপকভাবে সংশোধিত হয়েছে। এই হলফনামায় ট্রাম্পের হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার অনেক পরে মার-এ-লাগোতে সংরক্ষিত সরকারি নথি থাকার বিস্তারিত বিবরণ রয়েছে। নথিগুলো সেখানে অবৈধভাবে রাখা ছিল বলেও হলফনামায় দেখা গেছে।

হলফনামার প্রথম পৃষ্ঠায় তল্লাশি চালাতে বিচারকের অনুমতি চেয়ে এফবিআইয়ের এক এজেন্ট লিখেছেন, সরকার অননুমোদিত স্থান থেকে গোপনীয় তথ্যের বেআইনি অপসারণ এবং সংরক্ষণের পাশাপাশি সরকারি রেকর্ড বেআইনিভাবে গোপন করা বা অপসারণের বিষয়ে ফৌজদারি অপরাধের তদন্ত চলছে।

ট্রাম্প বরাবর দাবি করে আসছেন তিনি তদন্তকারীদের পূর্ণ সহায়তা দিয়েছেন। তার সঙ্গে রিপাবলিকান নেতারাও অভিযোগ করে আসছেন রাজনৈতিক উদ্দেশে এই তল্লাশি চালানো হয়েছে। তবে পরিষ্কার ইঙ্গিত মিলেছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই তল্লাশি চালানো হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)