জিয়া হত্যা তদন্তে নতুন কমিশন গঠনের ঘোষনা


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 02-09-2022

জিয়া হত্যা তদন্তে নতুন কমিশন গঠনের ঘোষনা

জিয়াউর রহমান হত্যা ঘটনার তদন্তে নতুন কমিশন গঠনে ঘোষনা দিল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার বিচারের জন্য আমরা নতুন কমিশন গঠন করবো। আমরা চানতে চাই কারা এ হত্যার পেছনে ষড়যন্ত্র করেছে। সেটার ব্যাবস্থাও নেবো। গত বৃহস্পতিবার দুপুরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি মহাসচিব ওই ঘোষনা দেন। 


mvsevw`K‡`i weªd Ki‡Q weGbwc gnvmwPe wgR©v dLiæj Bmjvg AvjgMxi/Qwe msM„nxZ 

উল্লেখ্য,এর ঠিক আগেরদিন বুধবার সংসদ আইনমন্ত্রী আনিসুল হক  জানিয়েছিলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনার নেপথ্যের চক্রান্তকারীদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে’ এই বক্তব্যের জবাবে পরদিনই বিএনপির পক্ষ থেকে ‘জিয়া হত্যা তদন্তে কমিশন’ গঠনের ঘোষণা এলো। এ সময় মহাসচিবের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকাল মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান,আমীল খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ দলের অনেক শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মিগন। 

এ সময় প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)