এনওয়াইপিডির বার্ষিক প্রি-রামাদান কনফারেন্স


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 07-04-2022

এনওয়াইপিডির বার্ষিক প্রি-রামাদান কনফারেন্স

 নিউইয়র্ক সিটি পুলিশ প্রশাসন (এনওয়াইপিডি) আয়োজিত ঐতিহ্যবাহী প্রি-রামাদান কনফারেন্স গত ২০২০ ও ২০২১ বছর অনুষ্ঠিত না হলেও এবার মাহে রমজানের আগে গত ৩০ মার্চ শহরের ডাউনটাউনে অবস্থিত ওয়ান পুলিশ প্লাজায় অনুষ্ঠিত হয়। সারা আমেরিকায় মুসলমানদের সংখ্যা প্রায় ৩.৫ মিলিয়ন হলেও একা নিউইয়র্কেই ১ মিলিয়নের মতো মুসলমানের বসবাস। বড় বড় মসজিদ শ’খানেকের মতো হলেও মুসল্লি বা ছোট ছোট মসজিদের সংখ্যা শতাধিক আছে বলে মনে করা হয়। মুসলমানদের মাসব্যাপী এবাদতের মাস মাহে রমজানে ছোট-বড় এসব মসজিদের মুসল্লিরা রমজান ও নামাজ আদায়কালে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হোন কিনা তা সরাসরি জেনে তাৎণিক ব্যবস্থা গ্রহণ করাই পুলিশ বিভাগের এই প্রি-রামাদান কনফারেন্স আয়োজনের উদ্দেশ্য। যদিও শহরে সংঘটিত বিভিন্ন অপরাধ ও তা নিরসনের উপায় সম্পর্কে সবাইকে ডিপার্টমেন্ট অবহিত করে থাকে। নিউইয়র্কের বিপুলসংখ্যক ইমাম ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে এবারের প্রি-রামাদান কনফারেন্সর পূর্বের যে কোনোটির তুলনায় ছিল এগিয়ে। জ্যাকসন হাইটসের স্থানীয় ১১৫ পুলিশ প্রিসিংকটের ইন্সপেক্টর জামিল তাহিরী ও কমিউনিটি অ্যাফেয়ার্স অফিসার মাইকেল মেইনকোর আমন্ত্রণে মোহাম্মদী সেন্টারের পরিচালক ইমাম কাজী কায়্যুমও বরাবরের মতো এবারের কনফারেন্সে যোগদান করেন। আরো অংশগ্রহণ করেন বাংলাদেশি কমিউনিটিসহ অন্য মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)