ইমিগ্র্যান্টদের জন্য নিউইয়র্ক স্কুলে ৪০ লাখ ডলার বিনিয়োগের আহ্বান


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 08-09-2022

ইমিগ্র্যান্টদের জন্য নিউইয়র্ক স্কুলে ৪০ লাখ ডলার বিনিয়োগের আহ্বান

ইমিগ্রেশন অ্যাডভোকেটরা মেয়র এরিখ এডামকে নতুন করে নিউইয়র্কে ঠেলে দেয়া ইমিগ্র্যান্টদের সাপোর্ট করার জন্য কমিউনিটি বেসড অর্গানাইজেশনসমূহে ৪ মিলিয়ন বা ৪০ লাখ ডলার বিনিয়োগের আহ্বান জানিয়েছে। এই আহ্বান জানানো হয়েছে যখন দেখা যাচ্ছে যে, শত শত ক্ষুদে অ্যাসাইলাম চাওয়া বালক-বালিকা নিউইয়র্ক সিটিতে আসছেন। 

নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলে এ বছর এক হাজারেরও বেশি অ্যাসাইলাম প্রার্থী ক্লাসরুমে বসবে। অধিকাংশ এসেছে গত কয়েক মাসে। তাদের অধিকাংশ মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে এসেছে। এখানে আসা অনেকেই জানেন না যে, তারা নিউইয়র্কে এসেই সেটেল হবে। নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন জানে যে, তারা স্কুলের জন্য ফাইট করছে, যাতে সকলে সমান সুযোগের ভিত্তিতে শিক্ষা নিতে পারে। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)