যুক্তরাষ্ট্রে ৫০ বছরের বেশি বয়সীদের দ্বিতীয় বুস্টার ডোজ নেয়ার পরামর্শ


দেশ বিপোর্ট , আপডেট করা হয়েছে : 07-04-2022

যুক্তরাষ্ট্রে ৫০ বছরের বেশি বয়সীদের দ্বিতীয় বুস্টার ডোজ নেয়ার পরামর্শ

যুক্তরাষ্ট্রে করোনা প্রতিরোধে ৫০ বছরের বেশি বয়সীদের দ্বিতীয় বুস্টার ডোজ নেয়ার পরামর্শ দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ও সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। প্রথম বুস্টার ডোজ নেয়ার অন্তত চার মাস পর এ ডোজ নিতে হবে। ৫০ বছরের ঊর্ধ্বে সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেয়ার অনুমোদন দিয়ে স্থানীয় সময় গত ২৯ মার্চ এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থা দুটি।

এফডিএ’র গবেষণা পরিচালক ডা. পিটার মার্কস এক বিবৃতিতে বলেন, গবেষণা ও বিশ্লেষণের ওপর ভিত্তি করে দেখা গেছে যে, ফাইজার-বায়োএনটেক বা মডার্নার দ্বিতীয় বুস্টার ডোজ নিলে করোনা মোকাবিলায় প্রত্যেকের প্রতিরোধ মতা বেড়ে যায়। ফলে উচ্চঝুঁকি কমে যায়। এফডিএ-র অনুমোদনের পর সিডিসি কয়েক ঘণ্টার মধ্যে এতে স্বার করে। 

এফডিএ কর্তৃপ বলছে, দ্বিতীয় বুস্টার ডোজ প্রতিরোধ মতা বাড়িয়ে দেয় তবে এটি নতুন উদ্বেগের সঙ্গে সম্পর্কিত নয়। সিডিসির পরিচালক ড. রচেল ওয়ালেনস্কি এক বিবৃতিতে বলেন, যাদের বয়স ৫০ কিংবা ৬৫ বছরের ঊর্ধ্বে এবং যারা উচ্চঝুঁকিতে রয়েছেন তাদের জন্য আরেকটি বুস্টার ডোজ খুব উপকারী।

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৬২ হাজার ৪৬১ জন। মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটির বেশি মানুষ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)