ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এ বিএনপি নেতৃবৃন্দ


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 08-09-2022

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এ বিএনপি নেতৃবৃন্দ

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের আমন্ত্রনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা। বুধবার ওই সাক্ষাতে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপির নির্বাহী কমিটি সদস্য তাবিথ আউয়াল।

এ সাক্ষাতের বিষয়ে পরে রবার্ট ডিকসন টুইট করে বলেন, ‘সব মতের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়া কূটনীতির আবশ্যকীয় অংশ। আজ বিএনপির নেতাদের সঙ্গে মিলিত হতে পেরে আনন্দিত বোধ করছি। আমরা সাম্প্রতিক রাজনীতির নানা বিষয়ে আলোচনা করেছি। এর মধ্যে সম্প্রতি পুলিশ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহিংসতা এবং বিএনপি নেতাদের নিহত হওয়ার উদ্বেগজনক ঘটনা নিয়েও আলোচনা হয়েছে।’

এদিকে বিএনপির সূত্র জানিয়েছে, এ সাক্ষাতের সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি ব্রিটিশ হাইকমিশনারের হাতে তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)