যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পেরোনোর চেষ্টায় ৮ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 09-09-2022

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পেরোনোর চেষ্টায় ৮ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে যে, ৮ জন অভিবাসন প্রত্যাশী যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টার সময়ে রিও গ্র্যান্ডের এক ঝুঁকিপূর্ণ অংশ পার হতে গিয়ে নিহত হয়েছেন। অভিবাসন কর্মকর্তারা গত ২ সেপ্টেম্বর বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের টেক্সাস অঙ্গরাজ্যের ঈগল পাসের কাছে, ওই নদীর একই অংশ থেকে ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। মেক্সিকোর কর্তৃপক্ষ বলেছে যে, তারা ৩৯ জন অভিবাসন প্রত্যাশীকে ওই নদীর উত্তাল ঢেউ থেকে উদ্ধার করেছে।

সাম্প্রতিক ভারী বর্ষণের ফলে স্বাভাবিকের তুলনায় নদীটিতে পানির স্তর বৃদ্ধি পেয়েছে এবং তা আরো জোরে প্রবাহিত হচ্ছে। ওই অভিবাসন প্রত্যাশীরা কোন দেশ থেকে এসেছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)