সৈয়দা সাজেদা চৌধুরী ইন্তেকাল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 12-09-2022

সৈয়দা সাজেদা চৌধুরী ইন্তেকাল

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরী ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওইন্না ইলাইহে রাজেউন)।

এর আগে জাতীয় সংসদের এ উপনেতা গুরুতর অসুস্থ হয়ে সিএমএইচ হাসপাতালে আইসিসিইউতে ভর্তি হয়েছিলেন। সেখানেই তার মৃত্যু হয়। জানা গেছে গত তিন-চার দিন ধরে তার শারিরীক অবস্থা ভালো যাচ্ছিল না। তার অবস্থা স্ট্যাবল (স্থিতিশীল) না। 

১৯৩৫ সনের ৮ই মে জন্মগ্রহন করা এ প্রবীন রাজনীতিবিদ ফরিদপুর-২ আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য। এর আগে তিনি বন ও পরিবেশ মন্ত্রীর দ্বায়িত্বও পালন করেছেন। এক সময় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। ফরিদপুর জেলা আওয়ামী লীগ জানিয়েছে, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী অসুস্থ থাকায় দলের কেন্দ্রীয় নেতাদের পরামর্শে আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়। শেষ পর্যন্ত চলে গেলেন তিনি না ফেরার দেশে। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)