২০২৩ সাল থেকে সোস্যাল সিকিউরিটি অর্থের পরিমাণ বাড়ছে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 14-09-2022

২০২৩ সাল থেকে সোস্যাল সিকিউরিটি অর্থের পরিমাণ বাড়ছে

কভিড ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ঘনঘটায় বিশ্বব্যাপী যে বিপুল মুদ্রাস্ফীতি ঘটেছে আমেরিকার মতো সমৃদ্ধশালী দেশটিও তার ব্যতিক্রম নয়। এ কারণে একদিকে যুক্তরাষ্ট্রে যেমন গ্রোসারী পণ্যের মূল্য পৌঁছেছে অনেক উচ্চে অন্যদিকে এর সাথে যুক্ত হয়েছে বাড়ি ভাড়া, গ্যাস ও ওষুধসহ নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিটি দ্রব্যের দাম। ফলে নিম্ন আয়সহ লক্ষ লক্ষ অবসরগ্রহণকারী মানুষ তাদের সীমিত আয়ে জীবন যাত্রা নির্বাহ করতে গিয়ে যারপর নাই হিমশিম খাচ্ছেন। 

এমন একটা কঠিন সময়ে যুক্তরাষ্ট্রে সোস্যাল সিকিউরিটি এডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে একটি আশাব্যঞ্জক সংবাদ প্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে অবসরপ্রাপ্তদের জন্য তারা সোস্যাল সিকিউরিটির মাসিক অর্থের পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই বৃদ্ধির পরিমাণ হবে শতকরা আট থেকে নয় ভাগ পর্যন্ত। ২০২৩ সাল থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। এতেকরে মাসে গড় পরতা একশ পঞ্চাশ ডলার পর্যন্ত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় যারা মাসিক ১,৬৫৬  ডলার পান তারা বছরে পাবেন অতিরিক্ত হিসেবে ১,৮০০ ডলার। সোস্যাল সিকিউরিটি এডিমিনিস্ট্রেশন আরো জানিয়েছে যে সমস্ত নাগরিকের বয়স ৬২ বছর হয়েছে কিন্তু তারা অবসর গ্রহণে যাননি কিংবা সহসা যাচ্ছেন না তারাও এই সুবিধা পাবেন। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)