বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্কতা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 15-09-2022

বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্কতা

৯/১১ এ উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত সকল মার্কিন নাগরিকদের পর্যাপ্ত ব্যক্তিগত পূর্ব সতর্কতা গ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। সম্প্রতি দূতাবাসের ওয়েবসাইটে এ ঘোষণা দেয়া হয়েছে।

এছাড়াও দূতাবাস নিজ দেশের নাগরিকদের স্মরণ করিয়ে দিয়েছে যে বাংলাদেশ বর্তমানে  ‘লেভেল ২ ট্রাভেল অ্যাডভাইজরি’তে রয়েছে, যার মানে বাংলাদেশে অপরাধ, সন্ত্রাসবাদ এবং অপহরণের জন্য ভ্রমণকারীদের বর্ধিত সতর্কতা অবলম্বন করা উচিত।

ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় বেশকিছু পরামর্শও দিয়েছে দূতাবাস। সেগুলোর মধ্যে রয়েছে- বড় ধরনের ভিড় এড়িয়ে চলা, নিজের চারপাশ সম্পর্কে সচেতন থাকা, সাথে সর্বদা (চার্জ রয়েছে এমন) সেলফোন এবং ফটো-আইডি বহন করা, ট্রাফিকে পড়লে যতোটা সম্ভব জায়গা ছাড়ার চেষ্টা করা বা অন্য বিকল্প পথ ব্যবহার করা।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)