চালকবিহীন গাড়িতে খাবার পৌঁছে দেবে উবার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 15-09-2022

চালকবিহীন গাড়িতে খাবার পৌঁছে দেবে উবার

আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের ফুড ডেলিভারি সেবা ‘উবার ইটস’-এ যুক্ত হচ্ছে চালকবিহীন গাড়ি। খাবারের ফরমাশ পেলেই নির্দিষ্ট রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করে ক্রেতাদের ঠিকানায় পৌঁছে যাবে গাড়িটি। চালকবিহীন এ গাড়িতে ক্রেতাদের খাবার রাখার জন্য একাধিক বাক্স রয়েছে। ক্রেতাদের নির্দিষ্ট কোড দিয়ে বাক্স থেকে খাবার সংগ্রহ করতে হবে। সর্বোচ্চ ৪৫ মাইল গতিতে পথ চলতে সক্ষম এ গাড়ি ৫০০ পাউন্ড পর্যন্ত খাবার বহন করতে পারে।

চালকবিহীন এ গাড়ি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের রোবটপ্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘নিউরো’। খাবার সরবরাহের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে ১০ বছরের চুক্তিও করেছে উবার ইটস। শিগগিরই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে খাবার সরবরাহ করবে গাড়িটি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)