আব্দুর রহিম হাওলাদার নয়ন-আলী পরিষদের সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী


দেশ ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-09-2022

আব্দুর রহিম হাওলাদার নয়ন-আলী পরিষদের সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী

বর্তমানে বাংলাদেশ সোসাইটির  ভারপ্রাপ্ত সভাপতি, কমিউনিটি বোর্ড ৩-এর কমিউনিটি বোর্ড মেম্বার, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক ৩০-এর অ্যাসেম্বলিম্যান ব্রাইন বানওয়েলের বাংলাদেশি কমিউনিটি লিয়াজোঁ নিউইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটাল কর্তৃক মনোনীত এলমহার্স্ট হসপিটালের একমাত্র প্রথম বাংলাদেশি অ্যাডভাইজার, মেইনস্ট্রিম সংগঠন সাউথ এশিয়ান আমেরিকান ভোটার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ডিরেক্টর পপুলার ড্রাইভিং স্কুলের প্রেসিডেন্ট।

বাংলাদেশ সোসাইটির সাবেক বিপুল ভোটে নির্বাচিত দুবারের সাধারণ সম্পাদক, নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক, সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত দুইবারের সমাজকল্যাণ সম্পাদক, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সিনিয়র সহ-সভাপতি, জ্যাকসন হাইটস মসজিদের দুইবারের খাদেম কমিটির সভাপতি, জ্যাকসনহাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ)-এর সহ-সভাপতি।

বাংলাদেশ সোসাইটিতে দায়িত্ব পালনকালে অনেক কাজ সম্পন্ন করেছন। তার মধ্যে উল্লেখযোগ্য ২০১৩ সালে প্রথম ভ্রাম্যমাণ কনস্যুলেট ক্যাম্প সেবা সোসাইটির অফিসে চালু করেছেন যা এখনো নিউইয়র্কের বিভিন্ন জায়গায় চালু আছে, ২০১৫  সালে টেক্সাসের এলপাসো কারাগার থেকে অনশনের মাধ্যমে মানবাধিকার সংস্থা ড্রামের সহযোগিতায় ৪৫ জন কারা বন্দিকে মুক্তি করে আনা, প্যানডামিকের সময় ২০২০ সালে মানুষ যখন প্রাণের ভয়ে বাসা থেকে বের হতো না তখন তিনি নিজের পরিবারকে বাসায় রেখে নিজের জীবনের মায়া ত্যাগ করে মানবসেবায় বাসা থেকে বেরিয়ে ছিলেন, হাওলাদারের স্লোগান ছিল (আপনারা বাসায় থাকুন আমরা আপনাদের জন্য বাহিরে আছি) বাংলাদেশ সোসাইটির অর্থ খরচ না করে প্রথমবারের মতো সিটি এবং স্টেট থেকে হাজার হাজার বক্স খাদ্যসামগ্রী- পানীয়, মেডিসিন, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এনে নিডি মানুষের দরজায় পৌঁছে দিয়েছেন। সোসাইটির কবরস্থানে করোনায় মৃত প্রবাসীদের দাফনের ব্যাপারে ফিউনারেল হোমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে মৃতদেহ তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করেছেন। তা ছাড়া আরো কয়েকজন নিবেদিত প্রাণসমাজ সেবককে নিয়ে নিজেদের অর্থায়নে খাদ্যসামগ্রী অসহায়  (বিশেষ করে আন-ডকুমেন্ডেট) মানুষের দরজায় পৌঁছে দিয়েছেন। করোনা মহামারীর সময়ে ২৪ ঘণ্টা ফোনপিক-আপ করে বিভিন্ন তথ্য প্রদান থেকে শুরু করে সর্বপ্রকার সহায়তার হাত বাড়িয়ে দিয়ে আব্দুর রহিম হাওলাদার কোভিড হীরুতে আখ্যায়িত হয়েছেন।

বর্তমানেও মানবসেবায় নিয়োজিত আব্দুর রহিম হাওলাদার তার এই সেবার ধারাকে চালু রাখার জন্য আগামী ১৮ সেপ্টেম্বর রোববার বাংলাদেশ সোসাইটির নির্বাচনে নয়ন-আলী পরিষদে তাকে সিনিয়র সহ-সভাপতি পদে ভোট দেয়ার জন্য সকল সম্মানিত ভোটারদের নিকট অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)