স্ট্যাটেন আইল্যান্ডের বাণিজ্যিক সড়কে বাংলাদেশের পতাকা


ফরহানা চৌধুরী , আপডেট করা হয়েছে : 07-04-2022

স্ট্যাটেন আইল্যান্ডের বাণিজ্যিক সড়কে বাংলাদেশের পতাকা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির স্ট্যাটেন আইল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদের উদ্যোগে বাংলাদেশের পতাকা স্থাপিত হয়েছে। স্ট্যাটেন আইল্যান্ডের বাণিজ্যিক সড়ক ফাদার কাপোডানো বুলেবার্ডে এটি স্থাপন করা হয়। এখানে পৃথিবীর অন্যান্য দেশের পতাকা স্থায়ীভাবে প্রদর্শন করা হয়। এবার বাংলাদেশীদের উদ্যোগে  যুক্ত হয় বাংলাদেশের পতাকা।  স্ট্যাটেন আইল্যান্ড ইকোনমিক কাউন্সিলের ব্যবস্থাপনায় এই কার্যক্রমটি পরিচালিত হয়। বিশ্বের ১৫০ দেশের পতাকার সাথে বাংলাদেশের পতাকা অন্তর্ভুক্তি প্রবাসীবাংলাদেশীদের উজ্জ্ববীত এবং গর্বিত করেছে। অনেকেই আবেগে আপ্লুত হয়েছেন।  নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত পুলিশ অফিসার মোহাম্মদ হক প্রথম বিষয়টি সকলের নজরে আনেন। এবং পরে বৈঠকে আলাপ আলোচনা সাপেে বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পতাকা প্রদর্শনে একমত হন। বাংলাদেশের পতাকা উত্তোলনের বিষয়ে কাজ করেছেন মোহাম্মদ হক, ইসাক সামি, রশিদ ভূঁইয়া, সালেহ উদ্দিন শুভ, মোহাম্মদ ফারুক হোসাইন, মোশারফ হোসাইন সোহাগ, আরাফাত লিঙ্কন, মোহাম্মদ মাসুক মিয়ান, মতিউর রহমান আরমান প্রমুখ। 

গত ৫ এ এপ্রিল স্ট্যাটেন আইল্যান্ড ইকোনমিক কাউন্সিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পতাকা উত্তোলনের বিষয়টি ঘোষণা করে।

অনুষ্ঠানে স্ট্যাটেন আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। যার মধ্যে অন্যতম সাহানা মাসুম, ফারহানা চৌধুরী, শরিফ খান প্রমুখ।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)