আওয়ামী লীগ বাঁচতে চায় বিদেশীদের কাছে যেয়ে: মির্জা ফখরুল


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 08-04-2022

আওয়ামী লীগ বাঁচতে চায় বিদেশীদের কাছে যেয়ে: মির্জা ফখরুল

প্রসঙ্গ: পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্রকে অনুরোধ, বিএনপিকে নির্বাচনে আনতে 

এতদিন বিএনপির বিরুদ্ধে বিদেশিদের কাছে ধরনা দেওয়ার যে অভিযোগ করে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ,  এবার  সে কথারই মোক্ষম জবাব দেওয়ার সুযোগ পেয়েছে বিএনপি।  বৃহস্পতিবার এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজেদের অপকর্ম থেকে রেহাই পেতে সরকার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। তিনি বলেন, সম্পূর্ণভাবে আওয়ামী লীগ এখন টিকে আছে শুধুমাত্র এসব অপকর্ম করে এবং এখন তারা বিদেশীদের কাছে গিয়ে বাঁচতে চায়’

রাজধানীর হোটেল পূর্বাণীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপট কোন প্রতিকার নেই, দূষণ বেড়েই চলছে, দেশের মানুষ বেঁচে আছে অসহায় অবস্থায়’ শীর্ষ আলোচনা মূল প্রবন্ধ দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। ওই অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, একদিকে শাসন করেছে অপরদিকে বিভিন্ন রকম যে অপকর্ম করছে সেগুলো প্রকাশিত হয়ে পড়েছে বিশ্ববাসীর কাছে। সেই কারণে আজকে তার এভাবে ধরনা দিচ্ছে বিদেশীদের কাছে’


সদ্য অনুষ্টিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘যখন নির্বাচনে আসছে তখন আমেরিকার কাছে দৌড়াচ্ছে। আমেরিকা গিয়ে তাদের পররাষ্ট্র মন্ত্রী কে বলছে যে, বিএনপিকে নির্বাচনে আসার জন্য সাহায্য করেন আমাদেরকে। যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসা করেছে আপনারা যে নির্বাচন করতে চাচ্ছেন , আপনারা সেখানে কি বিরোধী দল আসছে এবং এসব প্রশ্ন জিজ্ঞাসা করে বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনার জন্য আপনার কি ব্যবস্থা করেছেন? তখন তিনি মানে আমাদের পরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে আপনি আমাদেরকে সাহায্য করেন বিএনপি জানার জন্য। আর এই লোক গুলো সারাক্ষণ কথা বলতে থাকে, যে আমরা নাকি বিদেশিদের কাছে ধরনা দেই। আমরা কি বিদেশিদের কাছে সাহায্য নিয়ে কাজ করি’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে দেশের স্বাস্থ্যব্যবস্থা একেবারে ভেঙ্গে গেছে। ভঙ্গুর হয়ে গেছে। আমরা সেটা লক্ষ্য করেছি। করোনা সংক্রমণ যখন আসলো সে সময় আমরা দেখলাম আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হওয়ার বিষয়টি। 

বিএনপি মহাসচিব এর সভাপতিত্বে আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক বক্তব্য রাখেন। 




প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)