অবসরে যাচ্ছেন বেনজীর আহমেদ


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 22-09-2022

অবসরে যাচ্ছেন বেনজীর আহমেদ

৩০ সেপ্টম্বর থেকে অবসরে যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এ বিষয় নিয়ে বেশ কিছুদিন আলোচনা চললেও আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রনালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।  

প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী চাকরি থেকে অবসর দেয়া হলো। এ অবস্থায় আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটিতে থাকবেন। এটা আসলে অবসর। 

বেনজীর আহমেদ আইজিপি হিসেবে ২০২০ সালের এপ্রিল মাসে নিয়োগ পেয়েছিলেন। তবে দায়িত্ব নেন ওই বছরের মে মাসে। এর আগে ছিলেন তিনি র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বে। তিনি র‌্যাব থেকে চলে আসলে সে স্থানে র‌্যাবের মহাপরিচালক হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন, চৌধুরী আবদুল্লাহ আল মামুন। নতুন আইজিপি হিসেবেও চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিদায়ী আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। 

এদিকে র‌্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েন বেনজীর আহমেদ। সেটা এখনও বহাল। যদিও এর মধ্যেই সম্প্রতি তিনি জাতিসংঘের আয়োজনে পুলিশপ্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে সফর করে এসেছেন। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)