ট্রফি ভাঙচুরকারী ইউএনও কে বদলী


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 27-09-2022

ট্রফি ভাঙচুরকারী ইউএনও কে বদলী

বান্দরবানে ট্রফি ভাঙ্গা সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। ওই ঘটনার পর থেকে তার বিরুদ্ধে এলাকায় বিক্ষোভ হয়। পরিশেষে প্রশাসন এ ব্যাবস্থা গ্রহন করেছে। 

উল্লেখ্য, উপজেলার ২নং চৈক্ষ্যং ইউপির রেপারপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন।

ফুটবল ম্যাচ ড্র হওয়ার পর টাইব্রেকারে একটি দল জয় পেলে সব সমস্যার সমাধান হয়। কিন্তু বিষয়টা প্রধান অতিথি হয়ে তিনি তার বক্তবে নিজে ইনভল হয়ে যান এবং বিতর্কে জড়িয়ে শেষে রেগেমেগে কয়েশ লোকের ও খেলোয়াড়তের সামনেই তার সামনের টেবিলে রাখা ট্রফিগুলো নিজের হাত দিয়ে আচড়ে ভেঙ্গে ফেলেন। এরপর কঠোর সমালোচনার মধ্যে পরেন তিনি।  

অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বদলির বিষয়টি জানা গেছে।  

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হলো। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)