ওজনপার্কে মনজিল নামে নন ইমারজেন্সি মেডিকেল বাহনের উদ্বোধন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 08-04-2022

ওজনপার্কে মনজিল নামে নন ইমারজেন্সি মেডিকেল বাহনের উদ্বোধন

বাঙালি  কমিউনিটির  লোকজন  হাসপাতাল, কিনিক, নার্সিংহোমে সাবলীল ভাষায় কথা বলা এবং যাতায়াতের সুবিধার্থে  বাংলাদেশি অধ্যুষিত এলাকা ওজনপার্কে মনজিল নামে নন ইমারজেন্সি মেডিকেল বাহনের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশি কমিউনিটির  অত্যন্ত  পরিচিত মুখ, বেকডেইজ  ও দেশি  সিনিয়র সেন্টারের পরিচালক মিছবাহ আবদীনের নেতৃত্বে এই বাহনের উদ্বোধন করেন।  বাংলাদেশি রোগীদের  স্বাচ্ছন্দে  যাতায়াতের জন্য মনজিল নামে  নন ইমারজেন্সি মেডিকেল বাহন  গত ৩১ মার্চ  ওজনপার্কের ৮৩-১০ রাকওয়ে  ব্লুবার্ডে (দেশি  সিনিয়র সেন্টারে মনজিল  নামে প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নন ইমারজেন্সি মেডিকেল সেন্টারের উপদেষ্টা ডা. শান্তনু দাস। এ সময়  ওআইকফ মেডিকেল সেন্টারের ডাক্তার কারাবন্দি, নন ইমারজেন্সি মেডিকেল  সেন্টারের স্বত্বাধিকারী মিছবাহ আবদীন। মিছবাহ আবদীন  তার  স্বাগত  বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে  বলেন, কমিউনিটি বাংলাদেশিদের বসবাস। নতুন ইমিগ্র্যান্ট  হয়ে  আসা অনেকের  ভাষাগত সমস্যা থাকে। বাংলাদেশিরা  ভাষাগত সমস্যার কারণে  যাতে  তাদের  মেডিকেইডের  মাধ্যমে  পাওয়া  নন-ইমারজেন্সি  ডাক্তারে যাওয়া  আসা নিরবচ্ছিন্নভাবে  যাতায়াত  করতে  পারে। সে ল্েযই  নন ইমারজেন্সি মেডিকেল ট্রান্সফারটেশনের ব্যবস্থা  করেন।


অনুষ্ঠানে সুধীর একাংশ

মিছবাহ আবদীন  বলেন, এ ব্যবস্থায় রয়েছ অভিজ্ঞ ড্রাইভার  ও পরিচালনা কারী, চ‚ড়ান্ত নিরাপত্তা ও উন্নত সেবার মান। মনজিলের সেবা পাওয়ার জন্য ফোন ৭১৮ ২৯৬ ৯০০০এই নাম্বারের যোগাযোগ করতে  বলা হয়েছে। মিছবাহ আবদীন  সংপ্তি  আলাপে বলেন,   ট্রানজিট ৭ টা ও প্রাইভেট কার ৬টাসহ  মোট ১৩ টি গাড়ির ব্যবস্থা রয়েছে। এক প্রশ্নের উত্তরে মিছবাহ আবদীন  বলেন, যারা ডিসঅ্যাবল, থেরাপির রোগী,ও বয়স্করা  নন  ইমারজেন্সি মেডিকেল ট্রান্সফরটেশনের সুবিধা  গ্রহণ করতে  পারবেন। কমিউনিটির যারা  এই সুযোগ পাওয়ার যোগ্য তারা  যেন  এ সুযোগ  গ্রহণ করে- এটাই  মিছবাহ আবদীনের অনুরোধ।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)