চীনের আহ্বান


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 29-09-2022

চীনের আহ্বান

চীন বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছে, সকল দেশের ‘ভূখণ্ডগত অখণ্ডতার’ প্রতি সম্মান জানানো উচিত। ইউক্রেনের রাশিয়া অধিকৃত কয়েকটি অঞ্চলে মস্কোর বিতর্কিত অন্তর্ভূক্তিকরণ গণভোট অনুষ্ঠানের পর বেইজিং এমন মন্তব্য করলো। খবর বাসস/ এএফপি’র।
চীনের রাষ্ট্রদূত ঝাং জুন বলেন, ‘ইউক্রেন ইস্যুতে আমাদের অবস্থান ও প্রস্তাব  দৃঢ় ও সুস্পষ্ট এবং তা হচ্ছে বিশ্বের সকল দেশের সার্বভৌমত্ব ও ভূখ-গত অখ-তার প্রতি সম্মান জানাতে হবে।’ 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)