টি-২০ র‌্যাংকিংয়ে সাকিবের অবনমন


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 29-09-2022

টি-২০ র‌্যাংকিংয়ে সাকিবের অবনমন

আইসিসি টি-২০ অলরাউন্ড আইসিসি টি-২০ অলরাউন্ড র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে পারেননি সাকিব আল হাসান। র‌্যাংকিংয়ের প্রতি কিছুটা উদাসীনতা, তথা পর্যাপ্ত ম্যাচ না খেলা সহ বিভিন্ন কারনেই তার ওই অবনমন। ওই স্থানে উঠে এসেছে আফগান অলরাউন্ডার মোহাম্মাদ নবি। আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এ চিত্র। ২৪৩ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন সাকিব। আর ২৪৬ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন নবি।

তবে ব্যাটসম্যাদের তালিকায় ১১ ধাপ এগিয়ে বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে উঠে এসেছেন তরুন আফিফ হোসেন।

টি-টোয়েন্টিতে ব্যাটার হিসেবে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে আফিফ। ৫০৩ রেটিং নিয়ে ৪০তমস্থানে উঠে এসেছেন তিনি। আরব আমিরাতের বিপক্ষে দুই ইনিংসে অপরাজিত ৭৭ ও ১৮ রান করে র‌্যাংকিংয়ে ছাপ রেখেছেন আফিফ। 


 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)