জাতিসংঘের সামনে ওহাইও স্টেট বিএনপির বিক্ষোভ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 29-09-2022

জাতিসংঘের সামনে ওহাইও স্টেট বিএনপির বিক্ষোভ

গত ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে ভাষণ দানকালে বিক্ষোভ সমাবেশ করেছে ওহাইও স্টেট বিএনপি। ‘সেখানে শেখ হাসিনা সেখানে প্রতিরোধ’ এই সেøাগানকে সামনে রেখে প্রতিবাদ অংশগ্রহণ করেন ওহাইও স্টেট শাখার বিএনপির নেতাকর্মীরা। শাখা (প্রস্তাবিত) আহ্বায়ক মো. হাসিবুর হাসান (হাবিব)-এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে ওহাইও বিএনপি নেতা তাওহিদুল হোসাইন, শামসুল হক, আমিনুল ইসলাম, বায়োজিদ হোসাইন, মামুন মোল্লাসহ অন্যরা অংশগ্রহণ করেন। এ সময় গো-ব্যাক শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা নিপাত যাক, ভোট চোর শেখ হাসিনা আর নয় ইত্যাদি স্লোগানে প্ল্যাকার্ড ও ফেস্টুন ছিল তাদের হাতে। শাখা আহ্বায়ক মো. হাসিবুর হাসান (হাবিব) তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার যে অবৈধ তা বিশ্ব নেতৃবৃন্দকে জানান দেয়ার জন্য সুদূর ওহাইও থেকে আমরা নিউইয়র্কে জাতি সংঘের সদর দফতরের সামনে এসেছি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার হলো নিশিরাতের অবৈধ সরকার। তারা জোর করে ক্ষমতা গ্রহণ করে দেশটাকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। দেশে গণতন্ত্র বলতে কিছুই নেই। তারা আবারো নিজেদের অধিনে নির্বাচন করে ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। ভারতের তাবেদারের সরকারের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই আমরা জাতিসংঘের পরিচালনায় একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন চাই।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)