পেনসিলভানিয়ায় সকল বন্ধু সংগঠনের আনন্দ আড্ডা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 08-04-2022

পেনসিলভানিয়ায় সকল বন্ধু সংগঠনের আনন্দ আড্ডা

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাংলাদেশী সামাজিক ও সংস্কৃতিক বন্ধু সংগঠনসমূহের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি গত ২৭ মার্চ রোজ রবিবার পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। পেনসিলভেনিয়ায় অবস্থিত প্রিয় সংগঠনসমূহের নেতৃবৃন্দ অনুষ্ঠানটির আয়োজন করেন। প্রচারে ছিলেন বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া। পেনসিলভেনিয়ার ইতিহাসে স্বাধীনতা মাসের সকল সংগঠনের শুভেচ্ছা বিনিময়ের সভাটি সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটিতে মর্ডারেটের দায়িত্ব পালন করেন ডাঃ ইবরুল চৌধুরী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন কামরুল হাসান। কামরুল হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অংশগ্রহণকারী পেনসিলভেনিয়ার ২১টি বন্ধু সংগঠনের সভাপতি/ সাধারণ সম্পাদক, পেনসিলভেনিয়ায় বসবাসকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমেরিকার মূলধারার রাজনীতির নির্বাচিত প্রতিনিধিবৃন্দ।

বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যামে অনুষ্ঠানটি শুরু করা হয়। শুরুতেই কামরুল হাসান আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটির উদ্দেশ্য ও ল্য নিয়ে আলোচনা করেন এবং এর গুরুত্ব সবার মাঝে তুলে ধরেন। পরবর্তীতে মর্ডারেটর ডাঃ ইবরুল চৌধুরী অনুষ্ঠানটির সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আয়োজকের প থেকে মোহাম্মদ আশরাফুল ইসলাম আরিফ কারণ ও ল্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রত্যেকেই তাদের পরিচয় দিয়ে পরামর্শমূলক মতামত দেয়ার মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে ছিলেন প্রফেসর ডাঃ জিয়াউদ্দিন আহম্মেদ, আবু আমিন রহমান, শেলী রহমান, ডঃ নিনা আহম্মেদ, ডাঃ ফাতেমা আহম্মেদ, ফারহানা আফরোজ, জোহরা খাতুন কলি ও নির্বাচিত মেয়র এবং কাউন্সিলম্যানসহ আরো অনেকে।

আলোচনা সভাটি ছিলো অত্যন্ত প্রাণবন্ত। পরিচয় পর্ব এবং প্রত্যেকের মতামত দেয়ার পর সবাই কয়েকটি বিষয়ে সিদ্ধান্তে উপনীত হন যে, পেলসিলভেনিয়ার বাংলাদেশী সংগঠনসমূহ প্রতি বৎসর নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের জন্য একটি অনুষ্ঠানের মাধ্যমে ধারাবাহিকতা বজায় রাখবেন যার মাধ্যমে পেনসিলভানিয়ার সকল সংগঠনসমূহ ভবিষ্যতে একটি ছাতার নিচে আসতে পারে এবং নিজেদের মাঝে সম্পর্ক স্থাপন করাসহ ভবিষ্যতে যেকোন দুর্যোগসহ যথাসাধ্য জাতীয়/ আন্তর্জাতিক অনুষ্ঠান পালনের চেষ্টা অব্যাহত রাখতে পারে। এছাড়াও আরোও কিছু বিষয়ে সবাই একমত পোষণ করেন যে, প্রাথমিক পর্যায়ে নিজেদের মধ্যে যোগাযোগ ও পরামর্শের জন্য কয়েকটি চ্যাট রুম করা হবে। এর মধ্যে প্রথম চ্যাট রুমটিতে থাকবেন সংগঠনসমূহের নেতৃবৃন্দ দিক নির্দেশনাকারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। আর দ্বিতীয় চ্যাট রুমটিতে থাকবেন পেনসিলভানিয়ার সংগঠনসমূহের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ। আর তৃতীয় চ্যাট রুমটিতে থাকবেন দায়িত্বে থাকা সংগঠনে নেতৃবৃন্দ এবং তাদের সহযোগিতা করার দলটি।

সবশেষে সভার সমাপনী বক্তব্যে ডাঃ ইবরুল চৌধুরী আগত অতিথিদের উদ্দেশ্যে বলেন যে, আপনারা আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে অনেক সাহস, সহযোগিতা এবং উৎসাহ জুগিয়েছেন। আশা করি ভবিষ্যতেও সবাই এভাবে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং সবাই সবাইকে পাশে পাবেন বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)