আইজিপি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দায়িত্ব গ্রহণ


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 30-09-2022

আইজিপি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ  শুক্রবার বিকালে পুলিশ সদরদপ্তরে থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মনোনীত করা হয়। 

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এর আগে পুলিশের বিদায়ী আইজিপি বেনজীর আহমেদ আনুষ্ঠানিক বিদায় নিয়ে অবসরে চলে গেছেন। আজই ছিল তার শেষ কর্মদিবস। সাবেক এ আইজিপি অবসরকালীন সময়ে পুলিশের সিকিউরিটি পাবেন কিছুদিনের জন্য। এটা তার জন্য বিশেষ বরাদ্ধ হয়েছে। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)