সিলেটে আজ শুরু নারী এশিয়াকাপ ক্রিকেট


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 01-10-2022

সিলেটে আজ শুরু নারী এশিয়াকাপ ক্রিকেট

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে নারী এশিয়া কাপ ক্রিকেট। এশিয়ার নারী ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার অভিযানে প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ প্রতিপক্ষ থাইল্যান্ড। দিনের দ্বিতীয় ম্যাচে ভারত খেলবে শ্রীলংকার বিপক্ষে। 

সাত দল ও ১৫ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে ২৪টি। ফাইনাল ১৫ অক্টোবর। লিগ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। ১১ অক্টোবর লিগ পর্ব শেষে একদিন বিরতি দিয়ে ১৩ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২০১৮ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টের সবশেষ আসরের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।  

এবার বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে-ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত এই প্রথম মেয়েদের এশিয়া কাপের মূল পর্বে খেলছে।

প্রতিটি দল লিগ পর্বে ছয়টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল সেমিফাইনালে খেলবে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)