জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে ৬ সদস্যের তদন্ত কমিটি


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 05-10-2022

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে ৬ সদস্যের তদন্ত কমিটি

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ (পিজিসিবি) ওই কমিটি গঠন করে। ছয় সদস্যের ওই কমিটির প্রধান করা হয়েছে পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব ইলাহী চৌধুরীকে। মঙ্গলবার বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 




জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারনে দুপুর ২.৫ মিনিট থেকে ৪ থেকে কোথাও কোথাও ৮ ঘন্টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। তবে ধীরে ধীরে এটা স্বাভাবিক হতে থাকে। এর কারনে রাজধানী ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দেশের প্রায় ৩২ টি জেলা বিদ্যুৎহীন হয়ে পরে।



টানা বিদ্যুৎবিহীন অবস্থায় ভোগান্তিতে পরে কোটি কোটি মানুষ। চিকিৎসা, টেলিযোগাযোগ, ইন্টারনেট, ব্যাংক, এটিএম বুথ, আদালত, কলকারখানা সহ বিভিন্ন স্তরে ব্যাহত হয়। ভোগান্তিতে পরে মানুষ।  এর আগেও সেপ্টেম্বরে একবার গ্রিডে বিপর্যয় হয়েছিল। তখন দেড় ঘন্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল দেশের দক্ষি-পশ্চিমাঞ্চলের অনেক এলাকা। এবার ব্যাহত হয়েছে যমুনা নদীর টাংগাইল,ঢাকা,গাজীপুর এ পাড়। 

তবে নানা কারণেই হতে এ পারে এ গ্রিড বিপর্যয়। কিন্তু এক সেকেন্ডের জন্যও বিপর্যয় ঘটলে সেটা স্বাভাবিক হতে প্রচুর সময় লাগে। ধীরে ধীরে রিস্টোর হয় সব। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)