আবেদন করলে গ্রিনকার্ডের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ২৪ মাস বৃদ্ধি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 06-10-2022

আবেদন করলে গ্রিনকার্ডের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ২৪ মাস বৃদ্ধি

যুক্তরাষ্ট্র সিটিজেনশিপ ও ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) স্বয়ংক্রিয়ভাবে মেয়াদোত্তীর্ণ গ্রিনকার্ডের মেয়াদ ২৪ মাসের জন্য বাড়িয়ে দেয়ার কথা ঘোষণা করেছে। ঘোষণায় বলা হয়, যারা আই-৯০ ফরম পেশ করেছে বা গ্রিনকার্ড নবায়নের আবেদন করেছেন, তাদের জন্য এই সময় বর্ধিত করা হয়েছে। 

গ্রিনকার্ডধারী যারা যথাযথভাবে ফরম আই-৯০ পেশ করেছেন মেয়াদোত্তীর্ণ হওয়া গ্রিনকার্ড নবায়নে তারা এই বর্ধিত ব্যবস্থার সুযোগ পাবেন। ইতিপূর্বে আই-৯০ এর রিসিপ্টে মাত্র ১২ মাস সময় বাড়ানো হতো। কিন্তু নতুন করে যারা আই-৯০ পূরণ করেছেন, তাদের রিসিপ্টে ২৪ মাস বাড়ানোর ব্যবস্থা করা হবে। স্থগিত আই-৯০ ফরমের জবাবে যে রিসিপ্ট দেয়া হবে ভবিষ্যতে, তা এখন মুদ্রণ করা হচ্ছে। 

এই রিসিপ্ট নোটিশ মেয়াদোত্তীর্ণ গ্রিনকার্ডের সাথে পেশ করলে তার স্থায়ী বাসিন্দা বা গ্রিনকার্ডের স্ট্যাটাস বহাল থাকবে। দীর্ঘসময় ধরে যারা গ্রিনকার্ড নবায়নের সমস্যায় পড়েছেন, তাদের জন্য এ ব্যবস্থা সহায়ক হবে। কারণ তাদের গ্রিনকার্ডের মেয়াদ শেষ হলে তাদের সময় বাড়িয়ে দেয়া হবে। 

যদি আপনার আর গ্রিনকার্ডের প্রয়োজন না হয়, যখন আপনি গ্রিনকার্ডের অপেক্ষা করছেন, তখন আপনি ইমিগ্রেশনের ফিল্ড অফিসে (নিউইয়র্কের জন্য ২৬ ফেডারেল প্লাজা) অ্যাপার্টমেন্ট চেয়ে যোগাযোগ করতে পারেন। সে ক্ষেত্রে ইমিগ্রেশন আপনাকে অ্যালায়েন ডকুমেন্টেশন, আইডেনটিফিকেশন ও টেলিকমিউনিকেশন স্ট্যাম্প দিয়ে দেবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)