গ্রিনকার্ড ও সিটিজেনশিপ পরীক্ষার প্রস্তুতির জন্য ২০ মিলিয়ন ডলার বণ্টন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 06-10-2022

গ্রিনকার্ড ও সিটিজেনশিপ পরীক্ষার প্রস্তুতির জন্য ২০ মিলিয়ন ডলার বণ্টন

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সার্ভিস গত সপ্তাহে ৩৫টি স্টেটের ৬৬টি প্রতিষ্ঠানকে আইনসম্মত স্থায়ী রেসিডেন্ট বা নাগরিকত্বের লক্ষ্যে গ্রিনকার্ড অর্জনে সহায়তার জন্য ২০ মিলিয়ন ডলার প্রদান করেছে। ইমিগ্রেশন সার্ভিস এ বছর দেশের প্রত্যন্ত বিচ্ছিন্ন অঞ্চলে নতুন আমেরিকানদের, বিশেষ করে যাদের তেমন সেবা প্রদান করা হয়নি, তাদের নির্বাহী আদেশ অনুসারে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিকল্পনায় ইমিগ্র্যান্টদের যারা গ্রিনকার্ড নিয়েছেন, তাদের নাগরিক হওয়ার জন্যও উৎসাহিত করা হবে। কংগ্রেস ইতিমধ্যে এই অর্থ বরাদ্দ দিয়েছে এবং ২০২২ সালে এই পরিমাণ গত বছরের দ্বিগুণ করা হয়েছে।




এই অর্থ সিটিজেনশিপ ও ইমিগ্র্যান্টদের নাগরিকত্ব ও সিভিক ইন্টিগ্রেশনের জন্য ইংরেজি শিক্ষা, যুক্তরাষ্ট্রের ইতিহাস শিক্ষা ও পৌরনীতি শিক্ষা দেয়ার পেছনে ব্যয় হবে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এই কর্মসূচিতে সৃজনশীল ও ইংরেজি শিক্ষার ক্লাস নেয়ার কথা বলেছেন। ২০০৯ সাল থেকে এই কর্মসূচি চালু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যে ১৩২ মিলিয়ন ডলারের ৫৭১টি গ্র্যান্ট দেয়া হয়েছে ৩৯টি স্টেটে। গত ১৪ বছরে এই কর্মসূচি ৩ লাখ লোককে সিটিজেনশিপের জন্য তৈরি করেছে। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)