ইমিগ্রেশন রেজিস্ট্রি ও সামরিক বাহিনীতে ড্রিমারদের যোগদানের বিল উত্থাপিত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 06-10-2022

ইমিগ্রেশন রেজিস্ট্রি ও সামরিক বাহিনীতে ড্রিমারদের যোগদানের বিল উত্থাপিত

গত সপ্তাহে সিনেটের ডেমোক্রেটরা অবৈধ ইমিগ্র্যান্টদের নাগরিকত্ব প্রদানের লক্ষ্যে বিভিন্ন বিল উত্থাপন করেছে। যেসব কাগজপত্রবিহীন লোক অন্য অনেকের মতো যা যুগ যুগ ধরে এদেশে আছেন, ইমিগ্রেশন বেনিফিটের জন্য তাদেরকে অন্যান্য মিলিয়ন লোকের মতো, যাদের কাগজপত্র আছে তাদের মতো বৈধতা দেয়ার বিষয়টি বিবেচনা করছে এসব বিল। একটি বিলকে ইমিগ্রেশন রেজিস্ট্রি বিল বলা হেেচ্ছ। ক্যালিফার্নিয়ায় ডেমোক্রেট সিনেটর আলেক্স পাদিল্লা ইলনয়ের সিনেটর রিকডারবিন, ম্যাসাচুসেটসের এলিজাবেথ ওয়ারেন ও নিউ মেক্সিকোর বেন রায় লুজানের সাথে এ বিল উত্থাপন করে। মাত্র দুই পৃষ্ঠার এ বিলটি পাস হলে প্রায় ৮০ লাখ লোক গ্রিনকার্ডের জন্য বৈধতা পাবে। এই নতুন বিল যেসব ইমিগ্র্যান্ট অন্তত ৭ বছর আমেরিকায় রয়েছে, তাদের রোলিং রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রিনকার্ডের ব্যবস্থা করবে। এই ইমিগ্রেশন রেজিস্ট্রি কোনো নতুন কর্মসূচি সৃষ্টি করবে না। তবে অবৈধদের বৈধ স্ট্যাটাস পাওয়ার সুযোগ এনে দেবে। 

ড্রিমারদের সামরিক বাহিনীতে যোগ দিয়ে নাগরিকত্ব দেয়ার বিল

অ্যারিজোনায় ডেমোক্রেট সদস্য রুবেন গ্যালিগো, হাউজ আর্মড সার্ভিস সাব-কমিটিতে ড্রিমারদের সেনাবাহিনীতে যোগ দিয়ে নাগরিক হওয়ার সুযোগ দেয়ার এক বিল উত্থাপন করেছে। প্রায় ৬ লাখ অবৈধ ইমিগ্র্যান্টদের বর্তমানে সামরিক বাহিনীতে যোগ দেয়ার কোনো সুযোগ নেই। কিন্তু অ্যারিজোনায় এই ডেমোক্রেট কংগ্রেস সদস্যের আনীত বিলের মাধ্যমে ডাকার সদস্যরা সামরিক বাহিনীতে যোগ দিয়ে গ্রিনকার্ড লাভ করতে পারবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)