বৃহত্তর নোয়াখালী সোসাইটির নির্বাচন ৩০ অক্টোবর


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 06-10-2022

বৃহত্তর নোয়াখালী সোসাইটির নির্বাচন ৩০ অক্টোবর

নিউইয়র্কে বাংলাদেশিদের অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর নোয়াখালী সোসাইটি’র নির্বাচন আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। জানা গেছে, ইতিমধ্যেই নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৭টি পদের মধ্যে মাত্র ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যে তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা হচ্ছে- কোষাধ্যক্ষ, সহ-কোষাধ্যক্ষ এবং সাংগঠনিক সম্পাদক পদে। প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনের পরই তারা চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। তবে যেহেতু কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই, সেহেতু বৃহত্তর নোয়াখালী সোসাইটির পরবর্তী সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান মানিক, সহ-সভাপতি আবুল বাশার, মোহাম্মদ টি মিয়া, সাধারণ সম্পাদক ইউছুপ জসীম, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ এ চৌধুরী রুবেল, প্রচার সম্পাদক আইনুল ইসলাম, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম, ক্রীড়া ও শিক্ষা সম্পাদক জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি গোলাম কিবরিয়া মিরন, সদস্য জাহিদ মিন্টু, মাহমুদুল হক, আব্দুল মালেক খান, মোহাম্মদ মনির হোসাইন ও সোহেল আলম ভুইয়া। যে তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে কোষাধ্যক্ষে মহিউদ্দিন ও হাসানুজ্জামানের মধ্যে, সহ-কোষাধ্যক্ষ পদে জামাল উদ্দিন ও আমির হোসেনের মধ্যে এবং সাংগঠনিক সম্পাদক পদে শওকত হোসেন চৌধুরী ও নুরুল ইসলাম বাবুর মধ্যে।

নির্বাচনকে ঘিরে নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় উৎসব আমেজ বিরাজ করছে। গত ২৮ সেপ্টেম্বও উৎসবমুখর পরিবেশে ১৭ পদে ২১ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে একটি পূর্ণাঙ্গ প্যানেল এবং সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষসহ ৪ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। 

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল হেলাল জানান, ‘মানিক-জসিম প্যানেল’ থেকে ১৭ পদে ১৭ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। সভাপতি পদে নাজমুল হাসান মানিক এবং সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেন ইউনুস জসিম।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংগঠনিক সম্পাদক পদে শাখায়াত হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে মো. হাসানুজ্জামান, সহ-কোষাধ্যক্ষ পদে আমির হোসেন এবং সদস্য পদে সোহেল আলম ভূঁইয়া মনোনয়নপত্র দাখিল করেন। কমিউনিটি লিডার মো. জাফর আহমেদ স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে তাদের মনোনয়নপত্র জমা দেন।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল হেলাল জানান, মনোনয়ন পত্র যাচাই-বাছাই ছিলো ৩০ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১ অক্টোবর। সদস্য পদে রুবেল আলী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে সদস্য পদে আর নির্বাচন হচ্ছে না। রুবেল আলী সাবেক সফল সাধারণ সম্পাদক জাহিদ মিন্টুর সম্মানে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ২ অক্টোবর। চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল হেলাল। এই সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ আবুল কাশেম, একেএম রশিদ আহমেদ, শাহজাহান কবীর ও মোহাম্মদ জয়নাল। আরো উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি নাজমুল হাসান মানিক, সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, ট্রাস্টি বোর্ডের সদস্য হাজী মফিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, বৃহত্তর নোয়াখালী সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে ব্রুকলিনের পিএস ১৭৯ স্কুলের অডিটোরিয়ামে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)