পাকিস্তানের কাছে ২১ রানে হার বাংলাদেশের


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 07-10-2022

পাকিস্তানের কাছে ২১ রানে হার বাংলাদেশের

নিউজিল্যান্ডে বিশ্বকাপের প্রস্তুতি ট্রাইনেশনের প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। ক্রাইষ্টচার্জে অনুষ্টিত এ ম্যাচে প্রথম ব্যাটিং করে পাকিস্তান সংগ্রহ করেছিল ১৬৭ রান পাচ উইকেটে। যার মধ্যে রিজওয়ানের সর্বোচ্চ অপরাজিত ৭৮ রান উল্লেখযোগ্য। এ ছাড়া শান ৩১ ও বাবর করেছিলেন ২২ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন নেন দুই উইকেট। মুস্তাফিজ ছিলেন উইকেটশুন্য। মিরাজ, নাসুম,হাসানরা নেন একটি করে উইকেট। 




এরপর ১৬৮ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে দেরশ রানের আগেই শেষ করে ইনিংস। বাংলাদেশ তাদের টি-২০ ম্যাচে বেশীরভাগ সময় দেরশ’র রানের বেশী করতে ব্যার্থ। এ ম্যাচেও সে ধারাবাহিকতায়। ২০ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করে তারা ১৪৬/৮ রান। ইয়াসির সর্বোচ্চ অপরাজিত ৪২, এছাড়া লিটন ৩৫,আফিফ ২৫ ও সাব্বির ১৪ রান করেন। 


ফলে ম্যাচে হেরে যান ২১ রানে। পাকিস্তানের পক্ষে ওয়াসীম জুনিয়র ২৪ রানে তিন উইকেট। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)