আওয়ামী লীগের সঙ্গে সংলাপের সুযোগ নেই - মির্জা ফখরুল


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 07-10-2022

আওয়ামী লীগের সঙ্গে সংলাপের সুযোগ নেই - মির্জা ফখরুল

‘আওয়ামী লীগের সঙ্গে সংলাপের সুযোগ নেই। দে মাষ্ট লিভ। তাদেরকে চলে যেতে হবে। আমরা বারবার বলছি, যে চলে যেয়ে তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তত্বাবধায়ক সরকার কাজ করবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর করে দেশে ফিরে সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেয়া বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, ‘সংলাপ (সরকার) বিরোধীদের সঙ্গে হবে। আওয়ামী লীগের সঙ্গে সুযোগ নেই।’ মির্জা ফখরুল বলেন,‘আমরা সংলাপ করছি  তাদের সাথে, যারা মনে করে যে এই সরকার দেশের গনতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। তাদের সঙ্গে আমরা সংলাপ করছি।



যুগপৎ আন্দোলন কবে নাগাদ শুরু হবে এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছি। সময়টা এখনই বলা যাবে না। সে সংলাপ যখনই শেষ হবে তখন বলতে পারব।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা নির্বাচন করতে চাই। কিন্তু সে নির্বাচনটা তো হতে হবে নির্বাচনের মতো। ওটা তো তামাশা হওয়ার জন্য তো না। যারা ভোটের আগের রাতে ভোট করে ফেলে, ভোট নিয়ে চলে গেল, ১৫৪ জনকে নির্বাচিত করে দিল,  নির্বাচন হয়ে গেল। প্রার্থীরা প্রচারেই নামতে পারবে না। তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হবে। দেশে একটা ভয়ভীতি ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হবে, এটা তো হতে পারে না।’ মির্জা ফখরুল বলেন, ‘ওনারা তো চানই বিরোধী দল নির্বাচনে না আসুক।  ফাঁকা মাঠে গোল দেয়ার অভ্যাস হয়ে গেছে ওনাদের। ওয়াকওভার। আমরা বলেছি যে এ ধরনের নির্বাচন জনগন মানবে না।’  

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একেবারে সবাইকে লোকমা তুলে খাওয়ায় দিতে হবে, জিতিয়ে দিতে হবে, তবেই আসো, এটা তো হতে পারে না। মিলিটারি ডিক্টেটররা এভাবেই করেছে। তারা তো জনগণের কাছে যেতেই ভয় পায়। জনগণের সামনে ভোট চাইতে গিয়েও ভয় পায়। এটাই তো বাস্তবতা।’

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক দল তার মতামত বলবে, শেখ হাসিনাও তাঁর বক্তব্য বলবেন। এভাবেই তিনি টিকে আছেন জনগণকে প্রতারণা করে, মিথ্যা কথা বলে, ভয় দেখিয়ে সবকিছু করে টিকে আছেন।’


মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনে আমাদের ভয় পাওয়ার প্রশ্ন নেই। বরং তাঁরা ভীত হয়ে আছেন। তাঁরা সন্ত্রস্ত আছেন, যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তাঁরা ক্ষমতায় আসতে পারবেন না, এটাই হচ্ছে মূল কথাটা।’ 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)