রাশিয়াকে ন্যাটোর হুশিয়ারি


দেশ ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-10-2022

রাশিয়াকে ন্যাটোর হুশিয়ারি

ন্যাটো জোটভূক্ত কোনো দেশে রাশিয়া কর্তৃক আক্রান্ত জলে সমুচিৎ জবাব দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ। মঙ্গলবার এমন হুশিয়ারি উচ্চারন করে তিনি বলেণ,রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের গতি আছে। যত সময় ব্যয় হোক না কেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বিজয়ে ইউক্রেনের সঙ্গে থাকবে ন্যাটো। 


জেন্স স্টোলেনবার্গ বলেণ, যুদ্ধক্ষেত্রে হেরে রাশিয়া ইউকেনে পরমাণু অস্ত্র ব্যাবহারের পায়তারা করে কিনা সেদিকেও ন্যাটো খেয়াল রাখছে। রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে এমন কোনো লক্ষণ মিত্র দেশের সেনারা এখনও দেখতে পাননি। নিয়মিত সামরিক মহড়া বাতিল না করার প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। 


জেন্স স্টোলেনবার্গ বলেণ, বলেন এখনই সময় এটি নিশ্চিত ও পরিস্কার করার যে ন্যাটো তার সব সদস্য ও মিত্রদের রক্ষা করবে। যদি পূর্ব নির্ধারিত কোনো মহড়া বাতিল করা হয়। তবে তা ভুল বার্তা দেবে। দীর্ঘমেয়াদী পরিকল্পিত মহড়া ইউক্রেন যুদ্ধের কারণে বাতিল করা ঠিক হবে না। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)